দুই ম্যাচ পর জয়, তবুও ভালো নেই জাম্পা!
দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে খানিকটা হাফ ছেড়ে বেঁচেছে রেকর্ড পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্যাট কামিন্সের দল ম্যাচ জিতেছে ৫ উইকেট ও ৮৮ রান হাতে রেখে। সব মিলেয়ে দারুণ এ জয়ের পর বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচে শ্রীলঙ্কাকে ২০৯ রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন অ্যাডাম জাম্পা। মিডল ওভারে তার ঘূর্ণিতেই তালগোল পাকিয়ে ফেলে লঙ্কানরা। ১২৫ রানে প্রথম উইকেট হারানোর পর শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় মাত্র ২০৯ রানে। যেখানে বড় ভূমিকা রেখেছেন অজিদের জয়ের নায়ক হয়েছেন জাম্পা। ৪৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
এ জয়টি নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে দারুণ করতে সাহায্য করবে অজিদের। সেটা মানছেন জাম্পাও। তবুও ম্যাচ শেষে নিজের ভালো না থাকার কথা জানিয়েছেন জাম্পা।
জাম্পা বলেন, ‘সত্যি বলতে, আমি ভালো বোধ করছিলাম না। কারণ, আমার পিঠের মাংসপেশিতে খিঁচুনি অনুভব করছি। কয়েক দিন ধরে এটা নিয়েই খেলছি। তবে আজ ভালো বোলিং হয়েছে।’
জাম্পা আরও বলেন, ‘আমি শেষ ম্যাচে ভালো বোলিং করতে পারিনি। সত্যি কথা বলতে, আমি মনে করি আমি আরও ভালো বল করতে পারি। সামনের ম্যাচগুলোতে আমি চেষ্টা করতে চাই এবং আমার উইকেট নেওয়ার মনোভাব ধরে রাখতে চাই। ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিপক্ষে আমাদের বড় ম্যাচ আছে; যা বেশ কঠিন হতে যাচ্ছে।’