টি-টোয়েন্টির দলে ৩ পরিবর্তন

টি-টোয়েন্টির দলে ৩ পরিবর্তন

ওয়ানডে সিরিজে ভরাডুবির কবলেই পড়েছে বাংলাদেশ, অথচ এই ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হওয়ার পর এবার তাদের সঙ্গে টি-টোয়েন্টির লড়াই লড়বে স্বাগতিকরা। 

সেই সিরিজের দল আজ ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডের স্কোয়াড থেকে তিন পরিবর্তন আনা হয়েছে টি-টোয়েন্টির দলে।

অভিজ্ঞ ফারজানা হক পিঙ্কি ওয়ানডে সিরিজে ছিলে ব্যর্থ। ০, ৭, ৫ তিন ম্যাচে এই ছিল তার রান। এমন ব্যর্থতার পর টি-টোয়েন্টির স্কোয়াডে তাকে রাখেনি বিসিবি।

এছাড়াও দিশা বিশ্বাস, নিশিতা আক্তার নিশিরাও বাদ পড়েছেন দল থেকে। তাদের জায়গায় দলে এসেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।

স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।

স্ট্যান্ড বাই
লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।

সম্পর্কিত খবর