টি-টোয়েন্টি স্কোয়াডে চমক, যা ব্যাখ্যা দিলেন নির্বাচকরা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে বিশাল একটা চমকই পাওয়া গেল। অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিঙ্কি বাদ পড়ে গেছেন এই দল থেকে। তার বদলে দলে এসেছেন দিলারা আক্তার দোলা।
ফারজানার ব্যাট অবশ্য শেষ কিছু দিন ধরেই কথা বলছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে তিনি করেছেন মোটে ১২ রান। যদিও চার ইনিংস আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা সেঞ্চুরি ছিল তার।
ওয়ানডের এমন বাজে পারফর্ম্যান্সের খেসারত তিনি দিয়েছেন টি-টোয়েন্টি দল থেকে জায়গা খুইয়ে। এছাড়াও ওয়ানডের দল থেকে দিশা বিশ্বাস, নিশিতা আক্তার নিশিরাও বাদ পড়েছেন দল থেকে। তাদের জায়গায় দলে এসেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।
দল গঠন প্রসঙ্গে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, ‘দিশার জায়গায় তৃষ্ণা এসেছে, কারণ সে একজন বাঁহাতি পেসার ও বোলিংয়ে বৈচিত্র্য আনে। পিঙ্কির জায়গায় দোলাকে আনা হয়েছে। সে একজন উইকেটরক্ষক ব্যাটার। আমাদের বিশ্বাস টি-টোয়েন্টিতে সফল হওয়ার মতো প্রতিভা তার আছে। শরিফা খাতুন একজন অফ স্পিনিং অলরাউন্ডার, যে লোয়ার অর্ডারেও ব্যাট করতে পারে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।’
তিন টি-টোয়েন্টির সিরিজ আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে। বাকি দুই ম্যাচ হবে আগামী ২ ও ৪ এপ্রিল। প্রত্যেক ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।
স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।
স্ট্যান্ড বাই
লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।