রোহিত-হার্দিকের অধিনায়কত্বের দ্বন্দ্ব নিয়ে বললেন সিধু

রোহিত-হার্দিকের অধিনায়কত্বের দ্বন্দ্ব নিয়ে বললেন সিধু

আইপিএলে ২০২৪ আসর মাঠে গড়ানোর আগে থেকেই যে বিষয়টি নিয়ে দর্শক ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছিল এবং এখনও হচ্ছে, সেটি হলো রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব দেওয়া। এবার এই আলোচিত বিষয়টি নিয়ে কথা বললেন ভারতের সাবেক ক্রিকেটার নভজোত সিং সিধু।

সম্প্রতি সিধু বলেছেন যে, ধোনি এবং রোহিত তাদের মতো করেই দুর্দান্ত ও উচ্চমানের ক্রিকেটার। অন্য কারও অধীনে একটি দলে খেললেও তাদের অবস্থানের ও ফর্মের কোনোরূপ পরিবর্তন বা নেতিবাচক প্রভাব দেখা যাবে না।

তিনি বলেন, ‘আমি এমন একটি ভারতীয় দলে খেলেছি যেখানে পাঁচজন অধিনায়ক একসঙ্গে দলে ছিলেন- কপিল দেব, দিলীপ ভেঙ্গসরকর, সুনীল গাভাস্কার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং রবি শাস্ত্রী। এখানে সমস্যার কারণ নেই কারণ তারা তাদের দেশের জন্য খেলছিল। আপনার দেশের হয়ে খেলার অনুপ্রেরণা থাকতে হবে। তাই হার্দিকের অধীনে খেলা রোহিতকে ছোট করে না।‘

স্টার স্পোর্টসের অনুষ্ঠানে বিশ্লেষণ করে সিধু বলেছেন, ‘আপনাকে এটি মানতে হবে যে রোহিত শর্মা এবং এমএস ধোনি দুর্দান্ত খেলোয়াড়। একজন বামন একজন বামন, যদিও সে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে তাহলেও বামন। এবং একজন ঈশ্বর একজন ঈশ্বরই যদিও সে একটি কূপের নীচে দাঁড়িয়ে থাকে।‘

রোহিত ও হার্দিককে নিয়ে চলমান বিতর্ককে একদমই সমর্থন করেন নি ভারতের এই সাবেক ক্রিকেটার। বরং তিনি উপমা দিয়ে এটি বুঝিয়ে দিয়েছেন যে একজন খেলোয়াড়ের অধিনায়কত্ব তার ব্যক্তিগত পারফরম্যান্সে প্রভাব ফেলে না।

সম্পর্কিত খবর