সানরাইজার্স-মুম্বাই ম্যাচে যত রেকর্ড
আইপিএলে গতরাতে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি যেন দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেট বোদ্ধাদের। দুই ইনিংস মিলে এদিন রান হয়েছে ৫২৩। ওয়ানডে ম্যাচগুলোতে যেই রানের দেখা মিলে হরহামেশ, তা দেখা গেল টি-টোয়েন্টিতেই। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৩ উইকেটে ২৭৭ রান তোলে সানরাইজার্স, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে রান তাড়ায় ২৪৬ রান তোলে মুম্বাই। এতে ৩১ রানের জয় পায় ‘টিম অরেঞ্জ’।
৫২৩ রানের এই ম্যাচে সর্বোচ্চ সংগ্রহ ছাড়াও হয়েছে অনন্য সব রেকর্ড। সেসব রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
সানরাইজার্স হায়দরাবাদের করা এই ম্যাচে ২৭৭ রানের সংগ্রহ আইপিএলের ১৭ আসরের সর্বোচ্চ। এতদিন রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ আসরে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল তারা। তার এক দশক পেরিয়ে রেকর্ডটি এখন হায়দরাবাদের।
ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড
হায়দরাবাদের ২৭৭ এর বিপরীতে মুম্বাইয়ের ২৪৬ রান। এতে দুই ইনিংস মিলিয়ে মোট রান ৫২৩। যা শুধু আইপিএল নয়, স্বীকৃত যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। আইপিএলের গত রাতের ম্যাচটি এখানে পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৫১৭ রানের আগের রেকর্ডটি।
সবচেয়ে বেশি ছক্কা
ম্যাচটিতে দুই দল মিলিয়ে মোট ছক্কা হাঁকিয়েছে মোট ৩৮টি। এটা ক্রিকেটের যেকোনো ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড, কার্যত বিশ্ব রেকর্ডই। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে বালখ লেজেন্ডস ও কাবুল জাওয়ানানের মধ্যকার ম্যাচে ৩৭টি ছক্কা নিয়ে।
সবচেয়ে বেশি বাউন্ডারি
সানরাইজার্স-মুম্বাইয়ের যেন বাউন্ডারির ‘ছয়-নয়’। দুই ইনিংস মিলিয়ে ৬৯টি বাউন্ডারি হয়েছে এ ম্যাচে, ৩৮টি ছক্কার ও ২১টি চার। যা আইপিএলের এক ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ড। যৌথভাবে এই রেকর্ড ধরে আছে ২০১০ আসরের চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচটি।