লঙ্কানদের বিপক্ষে টেস্টে জেতা উচিত, বললেন সাকিব 

লঙ্কানদের বিপক্ষে টেস্টে জেতা উচিত, বললেন সাকিব 

গত বছরের বিশ্বকাপ প্রথম পর্বের ম্যাচে ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া চোট থেকেই মাঠের বাইরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে বিপিএলের আসর দিয়ে মাঠে খেলায় ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় পর। সেই লঙ্কানদের বিপক্ষেই ফিরতে চলেছেন সাকিব। কেবল ফরম্যাট বদল। লঙ্কানদের বিপক্ষে সিরিজের পুরো সময়ে ছুটি নিলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দলে ফিরলেন তিনি। 

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে বেশ দাপটের সঙ্গে খেললেও টেস্টে পুরোটাই নিস্তেজ স্বাগতিকরা। সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টে এমন হতাশাজনক হারের পরে দ্বিতীয় টেস্টের দলে যোগ দিয়েছেন সাকিব। এবং ফিরেই জানালেন, লঙ্কানদের বিপক্ষে সিরিজের এই ম্যাচটি জেতে উচিত বাংলাদেশের। 

রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেন সাকিব। সেখানে আসন্ন দ্বিতীয় টেস্ট নিয়ে সাকিব বলেন, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

দীর্ঘদিন পর ফিরছেন জাতীয় দলের সাদা জার্সিতে। গত বছরের আগস্টে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব। এতদিন পর ফিরে নিজেকে নিয়ে কোনো আলাদা লক্ষ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

সিরিজের দ্বিতীয় টেস্টটি চট্টগ্রামের মাঠে, আগামী ৩০ মার্চ। 

সম্পর্কিত খবর