ডাচদের নিয়ে সতর্ক আত্মবিশ্বাসী প্রোটিয়ারা

ডাচদের নিয়ে সতর্ক আত্মবিশ্বাসী প্রোটিয়ারা

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হার এখনও পুড়ায় দক্ষিণ আফ্রিকাকে। তাই এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেলেও ডাচদের নিয়ে সতর্ক প্রোটিয়ারা। অন্যদিকে আরও একবার বিশ্বমঞ্চে প্রোটিয়াদের হারাতে মুখিয়ে ডাচরা। হারের বৃত্ত ভাঙতেই আজ ধর্মশালায় মাঠে নামবে দলটি।

চলতি বিশ্বকাপটা অবশ্য দারুণ শুরু করেছে প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান করার পর অজিদের নাস্তানাবুদ করেছে টেম্বা বাভুমার দল। প্রথম দুই ম্যাচে তাদের দাপুটে পারফরম্যান্স আশা জাগাচ্ছে দারুণ কিছুর। তাদের নিয়ে বাজি ধরছে সমর্থকরা। তবে অহংকারী হতে চান না বাভুমা। পা মাটিতেই রাখছেন তিনি। ভুলে যাননি ডাচদের বিপক্ষে সেই হারের কথাও।

বাভুমা ডাচদের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, ‘আমরা অবশ্যই তাদের হালকাভাবে নেব না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল, এখন ৫০ ওভারের বিশ্বকাপ। ভিন্ন ফরমেট। বিভিন্ন পরিস্থিতিতে আপনার দক্ষতার ছাপ রাখতে হবে। দীর্ঘ সময় আপনাকে দক্ষতাগুলি প্রদর্শন করতে সক্ষম হতে হবে। আর আমার মনে হয়, এখানে সকলের প্রশংসা করা উচিত আমাদের।’

ম্যাচটি ধর্মশালায় হওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় মাঠের আউটফিল্ড। যাকে নিন্মমানের বলে অভিহিত করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাভুমার কাছে কি মনে হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘মাঠটি কিছুটা অগোছালো মনে হয়েছে আমার কাছে। গত রাতে আমাদের ফিল্ডিং অনুশীলন ছিল। সত্যি কথা বলতে, এটি আসলে দেখতে যতটা খারাপ ততটা খেলতে নয়। দেখা যাক খেলার সময় এটি কেমন থাকে। তবে আমরা ডাইভিং নিয়ে একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করছি। তবে আমি জানি না মাঠে উত্তপ্ত পরিস্থিতিতে এটা করা কতটা সহজ।’

সম্পর্কিত খবর