চট্টগ্রাম টেস্টে রাজিথার বদলে আসিথা 

চট্টগ্রাম টেস্টে রাজিথার বদলে আসিথা 

টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে মাথিশা পাথিরানা ছিটকে যাওয়ার পর ওয়ানডে সিরিজে এসে ছিটকে যান দিলশান মাদুশাঙ্কা। বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে এসে চোট ছোবল থেকেই রক্ষা পেল না লঙ্কানরা। সিলেট টেস্টের দুই ইনিংস মিলিয়া ৮ উইকেট শিকারে পেস বিভাগের নেতৃত্বে ছিলেন কাসুন রাজিথা। তবে পিঠের চোটের কারণে ছিটকে যান চট্টগ্রাম টেস্ট থেকে। এতে রাজিথা বদলি হিসেবে সফরকারীদের দলে যোগ দেবেন আরেক পেসার আসিথা ফের্নান্দো। 

এক বিবৃতিতে বিষয়টি জানায় শ্রীলঙ্কান ক্রিকেট (এলএসসি)। চোট থেকে সেরে উঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেশে ফিরবেন রাজিথা। এদিকে আসিথাও ছিলেন চোটে। এতেই ছিলেন না সিলেট টেস্টের দলে। তবে সম্যের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠায় দলে সুযোগ পেলেন এই ডানহাতি পেসার। 

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলে ১৩ উইকেট তুলেছেন আসিথা। এতে আরও একবার তাই বাংলাদেশের বিপক্ষে পেস বিভাগকে শক্তিশালী করতে আসিথাকে ডেকে পাঠায় এসএলসি।

ওয়ানডে-টো-টোয়েন্টি নিয়মিত না হলেও টেস্টে এক নির্ভার নামে পরিণত হয়েছেন আসিথা। ১৩ টেস্টে এখন পর্যন্ত ৪১ উইকেট পেয়েছেন তিনি। 

আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। ওয়ানডে সিরিজের পর ফের চট্টগ্রামের মাঠে ফিরছে খেলা। এদিকে সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে ধনঞ্জয়া ডি সিলভার দল। 

সম্পর্কিত খবর