আইসিসির এলিট প্যানেলে ঢুকে শরফুদ্দৌলার ইতিহাস
গেল বছর যখন আলিম দার সরে গেলেন আইসিসির এলিট প্যানেল থেকে, তার আগে থেকেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ছিলেন অপেক্ষায়। তার সে অপেক্ষা শেষ হয়ে গিয়েছিল সপ্তাহখানেক আগেই। তবে তা প্রকাশ পেল আজ। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নিয়ে গড়ে ফেললেন ইতিহাস। তার আগে যে আর কোনো বাংলাদেশি আম্পায়ারই আইসিসির এলিট প্যানেলের সদস্য ছিলেন না!
আইসিসি তাদের বার্ষিক রিভিউ আর নির্বাচন প্রক্রিয়ার পর আজ জানায় সিদ্ধান্তটা। তাকে আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের থেকে তুলে আনা হয় আম্পায়ারদের এলিট প্যানেলে। সে জুরি বোর্ডে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, সাবেক খেলোয়াড় সঞ্জয় মাঞ্জরেকার, অবসরে থাকা নিউজিল্যান্ডের আম্পায়ার টনি হিল আর কনসালট্যান্ট অফিসিয়েটিং এক্সপার্ট মাইক রাইলি। তাদের বিবেচনাতেই আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন শরফুদ্দৌলা।
২০০৬ সালে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যোগ দেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
সেই থেকে এখন পর্যন্ত তিনি ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন। নারীদের ক্রিকেটে তিনি ১৩ ওয়ানডে আর ২৮ টি-টোয়েন্টি তিনি পরিচালনা করেছেন।
আইসিসির বড় টুর্নামেন্টেও তিনি নিয়মিত মুখ। ২০১৭ ও ২০২১ নারী বিশ্বকাপ, ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ছিলেন ২০২৩ আইসিসি বিশ্বকাপেও। এবার তিনি ডাক পেলেন আইসিসির এলিট প্যানেলে।