কেমন হবে চট্টগ্রাম টেস্টের একাদশ?

কেমন হবে চট্টগ্রাম টেস্টের একাদশ?

শ্রীলঙ্কার কাছে প্রথম টেস্টে হেরে বাংলাদেশ আছে খাদের কিনারে। দ্বিতীয় ম্যাচে হেরে বসলেই আরও একবার লঙ্কানদের কাছে ধবলধোলাইয়ের দুঃস্মৃতি ভর করবে দলে। 

সেটা যেন না হয়, সেজন্যেই স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাকিব আল হাসান দলে ঢুকেছেন তাওহীদ হৃদয়ের জায়গায়। তবে একাদশে পরিবর্তনটা কেমন হবে, সেটা নিয়েই সৃষ্টি হয়েছে প্রশ্ন। 

প্রথম টেস্টে পেস সহায়ক উইকেট উপহার দিয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তবে সে উইকেটে বাংলাদেশের চেয়ে বেশি শ্রীলঙ্কাই উপকৃত হয়েছিল। দুই ইনিংসে বাংলাদেশের সবকটি উইকেট গিয়েছিল পেসারদের দখলে।

সিলেট টেস্টে পেস সহায়ক উইকেটে ভরাডুবির পর এবার বাংলাদেশ সে রেসিপি থেকে সরে আসতে পারে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট এমনিতেই ব্যাটিং সহায়ক। দ্বিতীয় টেস্টে সেই চিরচেনা রূপই ধরা দিতে পারে, যেখানে শুরুর দিকে ব্যাটারদের সহায়তা করলেও শেষ দিকে স্পিনাররাও সাহায্য পাবেন বেশ।

ব্যাটিং ব্যর্থতা, এরপর ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ আট ব্যাটার নিয়ে নামতে পারে। তবে দলে ঢোকা খেলোয়াড়টা সাকিব আল হাসান বলে বোলার একজন কম নিয়ে খেলতেও আপত্তি নেই স্বাগতিকদের।

সাকিবের অন্তর্ভুক্তিতে যে বোলার চলে যাবেন বেঞ্চে তিনি হচ্ছেন শরিফুল ইসলাম। শেষ অনেক দিন ধরেই টানা খেলে যাচ্ছেন তিনি। সিলেট টেস্টের আগেও তিনি খানিকটা অস্বস্তিতে ছিলেন চোটের কারণে। সে চোট এখন নেই, তবে তাকে বিশ্রামের পথে হাঁটতে পারে ম্যানেজমেন্ট। 

এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সাকিব একাদশে এলে ব্যাটিং লাইন আপের গভীরতা চলে যাবে আট নম্বর পজিশন পর্যন্ত। আর বোলিং নিয়েও দুর্ভাবনার কিছু নেই তেমন। কারণ দুই পেসারের সঙ্গে স্পিনার তাইজুল ইসলাম আছেন বিশেষজ্ঞ বোলার হিসেবে। সাকিবের সঙ্গে অলরাউন্ডার মিরাজ সামলাবেন বাকিটুকু। খণ্ডকালীন বিকল্প হিসেবেও রয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত নিজেই।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা।

সম্পর্কিত খবর