যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের অপেক্ষায় কোরি অ্যান্ডারসন
২০১৩ সালের অক্টোবরে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের। তবে এই অলরাউন্ডারের আন্তর্জাতিক অভিষেকটা আরও আগেই। ২০১২ সালের শেষ দিকে। বয়সটা পেরিয়েছে ৩৩। তবে প্রায় অর্ধ-যুগ ধরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি অ্যান্ডারসন। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলছিলেন তিনি।
পরে ২০২০ সালে এসে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেজর লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে। সেখানেই বছর চারেক পর এবার অবসর ভেঙে যুক্তরাস্ত্রজাতি দলের হয়ে ক্রিকেটে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন অ্যান্ডারসন। চলতি বছরের বিশ্বকাপে আয়োজক দেশের মধ্যে একটি যুক্তরাষ্ট্র। এতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী মাসে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তারই ঘোষণা করা ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অ্যান্ডারসন।
কিউইদের হয়ে ছয় বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। সেখানে ২ হাজার ৩৭০ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এদিকে বল হাতেও নিয়েছেন ৯০ উইকেট।
কিউইদের হয়ে তার সবচেয়ে বড় অর্জনের মধ্য একটি ওয়ানডেতে স্রেফ ৩৬ বলে সেঞ্চুরি। ২০১৪ সালে ১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে এই কীর্তি গড়েছিলেন এই সাবেক কিউই ব্যাটার। সেখানে ভেঙেছিলেন শহীদ আফ্রিদির ৩৭ বলে ১০২ রান করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ১৯৯৬ সালে আফ্রিদি এই রেকর্ড গড়ার ১৮ বছর পর এসে টা ভেঙেছিলেন অ্যান্ডারসন। পরে অবশ্য ৩১ বলে সেঞ্চুরি করে অ্যান্ডারসনের রেকর্ডও ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।