লিটনদের পাশেই আছেন হাথুরু-পোথাসরা

লিটনদের পাশেই আছেন হাথুরু-পোথাসরা

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আগাগোড়া ব্যর্থ। যে উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসরা রান তুলেছেন অবলীলায়, সেই উইকেটে একটু পরই ব্যাট করতে নেমে বাংলাদেশ উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে একের পর এক। 

তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে লিটন দাসকে। শেষ ইনিংসে বাংলাদেশ যখন রীতিমতো ধুঁকছে, ঠিক তখন নিজের খেলা প্রথম বলটাতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছেই।

লিটন বাদেও মাহমুদুল হাসান জয়, জাকির হাসানদের নিয়ে সমালোচনার ঝাপটাটা কম যাচ্ছে না। তবে এই দুঃসময়ে কোচিং প্যানেলের ভরসার হাতটা নিজেদের কাঁধেই পাচ্ছেন ব্যাটাররা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে নেই। তার বদলে যিনি আছেন, সেই নিক পোথাস সংবাদ সম্মেলনে জানালেন ব্যাটারদের প্রতি তার সমর্থনের কথা।

তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছি যে আমাদের খুবই তরুণ ও অনভিজ্ঞ একটা দল। এর আগে অনেক এলিটদের একটা দল ছিল। এখন আমাদের আবার তৈরি করতে হচ্ছে। আমরা একটা ব্যাপারেই সবাইকে অনুরোধ করবো- ধৈর্য ধরুন। ’

‘ওরা খুব খুব ভালো তরুণ, কিন্তু তারা তরুণ খেলছে এমন একটা দলের বিপক্ষে যারা অভিজ্ঞ। শেখার জন্য তাদের সময় লাগবে। আমরা আমাদের বাচ্চাদের কাছেও আলাদা কিছু প্রত্যাশা করি না। আমরা তাদের নতুন একটা পরিবেশে দিয়ে এটা আশা করি না তারা ওটার এক্সপার্ট হয়ে যাবে। এজন্যই ওরা স্কুলে যায়। এই দলটা অসাধারণ, এখন না করে দুই বছর তাদের বিচার করুণ। ’

বাংলাদেশ ভজকট পাকিয়ে ফেলছে ওপেনিং জুটিতেই। সে নিয়ে প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘আপনি বলছেন এখনও (ওপেনিং জুটি থেকে রান) আসেনি? কে জানে, সামনের ম্যাচেই ওরা আপনাকে অবাক করে দিতে পারে!’

এরপরই আসে লিটন দাসের প্রসঙ্গ। সে প্রসঙ্গেও লিটনকে সমর্থন যোগাচ্ছেন পোথাস। বলছেন, ‘লিটন ভালো অবস্থায় আছে। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিত। এরপর ও তার সেরাটা দেখিয়ে দেবে।’ 

তবে লিটনের কাছ থেকে ভালো ফল পেতে হলে বাইরের সব আলোচনা, সমালোচনার তোড় বন্ধ করতে হবে, বললেন পোথাস। তার ভাষ্য, ‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে; যে ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই; আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’

সম্পর্কিত খবর