‘সবাইকে অনুরোধ করবো- ধৈর্য ধরুন’, বললেন বাংলাদেশ কোচ
সিলেট টেস্টের রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। দুই ইনিংসের কোনোটিতেই কোনো প্রকার প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকরা। ফলে বাংলাদেশে ম্যাচটা হেরেছে অবধারিতভাবেই। সেই ম্যাচে ব্যাটিং লাইন আপের এভাবে মুখ থুবড়ে পড়াকে কোচ নিক পোথাস দেখছেন অভিজ্ঞতার অভাব হিসেবে।
সিরিজ শুরুর আগে এ নিয়ে অবশ্য কথা কম হয়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা ছিল স্রেফ ২৫ ম্যাচের। আর অভিজ্ঞ ব্যাটার মুমিনুলের ঝুলিতে ছিল ৬০ টেস্টের অভিজ্ঞতা। আর লিটন-মিরাজ বাদে বাকি সবার অভিজ্ঞতা ছিল ১০ এর আশেপাশে টেস্টের।
তার ছাপটাই পড়েছে প্রথম টেস্টে। দুই ইনিংসে বাংলাদেশের ইনিংস শেষ ২০০র আগেই। এ বিষয়ে কোচ পোথাস জানান, পুননির্মাণ প্রক্রিয়ায় থাকা দলকে নিয়ে একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছি যে আমাদের খুবই তরুণ ও অনভিজ্ঞ একটা দল। এর আগে অনেক এলিটদের একটা দল ছিল। এখন আমাদের আবার তৈরি করতে হচ্ছে। আমরা একটা ব্যাপারেই সবাইকে অনুরোধ করবো- ধৈর্য ধরুন।’
তিনি আরও যোগ করেন, ‘ওরা খুব খুব ভালো তরুণ, কিন্তু তারা তরুণ খেলছে এমন একটা দলের বিপক্ষে যারা অভিজ্ঞ। শেখার জন্য তাদের সময় লাগবে। আমরা আমাদের বাচ্চাদের কাছেও আলাদা কিছু প্রত্যাশা করি না। আমরা তাদের নতুন একটা পরিবেশে দিয়ে এটা আশা করি না তারা ওটার এক্সপার্ট হয়ে যাবে। এজন্যই ওরা স্কুলে যায়। এই দলটা অসাধারণ, এখন না করে দুই বছর তাদের বিচার করুণ।’