বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় মালিকের ওপর চটেছেন ইউসুফ

বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় মালিকের ওপর চটেছেন ইউসুফ

ভারতের বিপক্ষে হারের পর থেকেই সমালোচিত হচ্ছে পাকিস্তান দল। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বাবর আজমের নেতৃত্বকে। দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিকও বাবরের নেতৃত্ব গুণে খুশি নন। বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। সম্প্রতি এ স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন মালিক। যা ভালো লাগেনি দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। মালিকের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

ভারতের বিপক্ষে হারের পর বাবরের নেতৃত্ব নিয়ে মালিক বলেন, ‘আমি অতীতেও বলেছি যে বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। এটি আমার ব্যক্তিগত মতামত। বাবর অধিনায়ক হিসাবে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন না। তিনি অধিনায়কত্ব করছেন কিন্তু উন্নতি আসছে না। তিনি কেবল একজন খেলোয়াড় হিসেবে পাকিস্তানের জন্য ভালো করতে পারেন।’

বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকে অধিনায়ক কারার পক্ষে রায় দিয়ে মালিক বলেন, ‘বাবর আজম পদত্যাগ করলে শাহীন আফ্রিদির সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়া উচিত। তিনি লাহোর কালান্দার্সের হয়ে আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন।’

মালিকের এসব কথার জবাবটা এবার দিয়েছেন ইউসুফ। তিনি বলেন, ‘বিশ্বকাপের সময়, আমি মনে করি না এই বিষয়ে কারও কথা বলা উচিত। দ্বিতীয়ত, ইমরান খান ১৯৮৩ এবং ১৯৮৭ সালে অধিনায়কত্ব করেছিলেন এবং ১৯৯২ সালে তার তৃতীয় প্রচেষ্টায় শিরোপা জেতার আগে দু’বারই হেরেছিলেন। যে কোনও ভাল খেলোয়াড়কে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হিসাবে চালিয়ে যেতে দেওয়া উচিত।’

নেতৃত্বে বাবরের সামর্থ্য নিয়ে ইউসুফ বলেন, ‘সামর্থ্য আছে বলেই তিনি অধিনায়ক। পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি অধিনায়ক হননি। তিনি একজন প্রকৃত অধিনায়ক। তাই তাকে নিয়ে এইভাবে কথা বলা পাকিস্তানের জন্য এবং তার জন্যও ক্ষতি, বিশেষ করে ভারতের বিপক্ষে হারের পর প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে তারা।’

মালিক যখন বাবরকে নিয়ে এসব কথা বলছিলেন তখন ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। মালিককে না থামানোয় ওয়াসিমকে দেখে অবাক হয়েছেন তিনি, ‘আমি হতবাক যে সেখানে বসে থাকা ওয়াসিম আকরামও মালিককে থামাননি।’

সম্পর্কিত খবর