লিটনও মানুষ, সমালোচকদের মনে করিয়ে দিলেন পোথাস

লিটনও মানুষ, সমালোচকদের মনে করিয়ে দিলেন পোথাস

ব্যাখ্যাতীত শট খেলে আউট হওয়া, ধৈর্যশীলতার পরিচয় দিতে না পারা, উইকেটের মূল্য বুঝতে না পারা, ক্রিজে টিকে থাকতে না পারা এবং রান করতে না পারা। সবকিছুই লিটনের নামের সাথে বেশ ভালোভাবেই যুক্ত হয়ে গেছে। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। ডিপিএলেও ভালো করতে পারেননি। টেস্টে ফিরেও হতাশ করেছেন। উল্টো ব্যাখ্যাতীত শট খেলে আউট হয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। লিটনের যেনো কিছুতেই কিছুই হচ্ছে না।

অনেকেই দোষারোপ করছেন তার খামখেয়ালি মনোভাবকে। এসব সমালোচনা আবার পছন্দ নয় টাইগারদের অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাসের। উল্টো দোষারোপ করছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে। যাদের কারণেই নাকি চাপে আছেন উইকেট কিপার এই ব্যাটার।

লিটনের সমালোচকদের উদ্দেশে পোথাস বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে তার হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’

টাইগারদের অ্যাসিস্ট্যান্ট কোচ মনে করিয়ে দিলেন লিটনের সাথে মানুষের মতো আচরণ করতে। নিজেই প্রতিশ্রুতি দিচ্ছেন লিটন ফলাফল করে দেখাবেন। পোথাস বলেন, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’

সিলেট টেস্টের পর গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেছিলেন, ওয়ানডেতে ড্রপ করার পর টেস্টে লিটনকে একাদশে তিনি দেখতে চাননি। অর্থাৎ তিনি চান লিটন বসেন বেঞ্চে। সেক্ষেত্রে প্রশ্ন, সাগরিকায় সেটার সম্ভাবনা কতখানি?

সম্পর্কিত খবর