বাবর না রিজওয়ান; শাহিনের জায়গায় কে?

বাবর না রিজওয়ান; শাহিনের জায়গায় কে?

পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আনপ্রেডিক্টেবল নামটা জুড়ে আছে দীর্ঘদিন ধরেই। শুধু কি ক্রিকেট- দেশটির ক্রিকেট বোর্ড পিসিবিরও একই হাল। কদিন পরপরই পরিবর্তন আসে বোর্ড প্রধানের চেয়ারে। সঙ্গে বদলে যায় পাকিস্তান ক্রিকেটের সব কিছুই। আর বোর্ডের সেই পরিবর্তনে বলির পাঠা হয় ক্রিকেটাররা। এই যেমন সবশেষ নতুন পিসিবি প্রধানের বলির পাঠা হতে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।

অথচ ভারত বিশ্বকাপের পর বাবর আজমকে সরিয়ে ওয়ানডে ও টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে নেতৃত্বে বসিয়েছিল তখনকার বোর্ড প্রধান নাজাম শেঠি। বলা হয়েছিল লম্বা সময়ের কথা মাথায় রেখেই নেতৃত্বে দেওয়া হয়েছে তাদের। এরপর তো নাজাম শেঠিই ছেড়ে দিয়েছেন পিসিবি প্রধানের দায়িত্ব। তার জায়গায় পিসিবি প্রধানের চেয়ারে বসেছেন মহসিন নাকভী।

সেই তিনিই এবার নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চান শাহিন আফ্রিদিকে। কদিন আগে, আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন। যেখানে যুক্তি হিসেবে বলা হচ্ছে, নিউজিল্যান্ড সফরে শাহিন আফ্রিদির নেতৃত্বে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে পাঁচটি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তাই প্রশ্ন উঠছেই শাহিনের জায়গায় নতুন অধিনায়ক তবে কে?

এ নিয়ে অবশ্য বেশ আলোচনা হচ্ছে বোর্ড কর্তাদের মধ্যে। জিও নিউজের সূত্র মতে, পুনরায় বাবার আজমকেই নেতৃত্বে ফেরাচ্ছে পাকিস্তান। আর সেটা এই আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই। অন্যদিকে দেশটির ক্রিকেটে ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট টাইমসের সূত্র মতে, সদ্য শেষ হওয়া পিএসএলের দল মুলতান সুলতানের সফল অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে পিসিবি। কেউ কেউ তো আবার নেতৃত্বে দেখছেন অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিমকেও। তবে এসবের মধ্যে পুরনো অধিনায়ক বাবর আজমের সম্ভাবনাই বেশি।

নেতৃত্বে পেতে যাচ্ছেন কে? তা নিয়ে রহস্যের জাল থাকলেও, নেতৃত্ব যে হারাতে বসেছেন শাহিন আফ্রিদি তা এক রকম নিশ্চিতই বলা চলে। আর সেটি হলে খুব বেশি অবাক হওয়ারও কিছু নেই। কেননা, পাকিস্তান দলের চেয়ে তাদের বোর্ড যে এখন আরও বেশি আনপ্রেডিকটেবল।

সম্পর্কিত খবর