বিশ্বকাপের প্রস্তুতি নিতে আইরিশদের বিপক্ষেও খেলবে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না পাকিস্তান। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা দিয়েছে তারা।
আগামী এপ্রিলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ১৮ এপ্রিল শুরু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে সে সিরিজ।
এরপর ইংল্যান্ড সফর করার কথা বাবর আজমদের। সেখানে চার টি-টোয়েন্টির একটি সিরিজ খেলবেন তারা। ২২ মে মাঠে গড়াবে এই সিরিজ।
নিউজিল্যান্ড আর ইংল্যান্ডেবিপক্ষে দুই সিরিজের মাঝে কিছুটা সময় ফাঁকা ছিল। সে সময়েই আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা দিয়েছে তারা। আগামী ১০, ১২ এবং ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
পাকিস্তান সর্বশেষ আয়ারল্যান্ড সফর করেছিল ২০১৮ সালে। সেবার আইরিশদের অভিষেক টেস্ট ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
চলতি বছরের মে’তে নেদারল্যান্ডসের সঙ্গে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে ব্যস্ত সূচির অজুহাতে সে সিরিজ স্থগিত করেছিল পাকিস্তান।