টাইমড আউট কাণ্ডের পর লঙ্কানদের বিপক্ষে প্রথমবার সাকিব
সাকিব আল হাসান সবশেষ যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলেন তখনই ঘটিয়েছিলেন টাইমড আউট কাণ্ড। সেটার রেশ এখনও রয়ে গেছে। এক বছর টেস্টে ফিরেছেন সাকিব। ইন্টারন্যাশনাল ক্রিকেটে পাঁচ মাস পর। প্রতিপক্ষ তাও আবার শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে চলে আসে সাকিবের নাম। আর সাকিবকে নিয়ে প্রশ্ন করায় লঙ্কান ক্যাপ্টেনের ক্ষেপে যাওয়ার মতোই উত্তর, তবে বুঝাতে চাইলেন তিনি করছেন রসিকতা।
চট্টগ্রাম টেস্টে সাকিব লঙ্কানদের জন্য থ্রেট কিনা এমন প্রশ্নে ধনাঞ্জয়া বলেন, ‘এটা আমি এখন বলতে পারব না। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না। তাছাড়া তার ব্যাপারে আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। তাকে নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত।’
নাগিন ডার্বি থেকে শুরু করে এখন টাইম আউট সেলিব্রেশন। কেউ কাউকে ঘড়ি দেখানো আবার কেউ কাউকে হেলমেট দেখিয়ে সেলিব্রেশন। সবকিছুর উত্তাপ মাঠে দেখা যায় উইকেটের পর, ম্যাচ শেষে এবং সিরিজ শেষে৷ তবে এবার লঙ্কান ক্যাপ্টেন খেললেন ডিফেন্সিভ ওয়েতে। বলেন, ‘ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হব। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব।’
এবার দেখার অপেক্ষায় সাকিব সাগরিকা টেস্টে কোনো নতুন কাণ্ডের জন্ম দেন কিনা।
আগামীকাল শনিবার চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে দু’দল। ম্যাচ শুরু সকাল ১০ টায়। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডেতে হারলেও শেষটাই সিরিজ জিতেই বাংলাদেশ সফরের ইতি টানতে চায় লঙ্কানরা। এখন অপেক্ষা দুই দলের মাঠের লড়াই দেখার।