চট্টগ্রাম টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে শেষ টেস্টে আজ মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজে ১-০ তে এগিয়ে থেকে লঙ্কানদের নজর যখন সিরিজ জয়ে, স্বাগতিক বাংলাদেশ তখন চেয়ে আছে সিরিজ বাঁচানোর দিকে।
সফরের টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে জেতে লঙ্কানরা এবং ওয়ানডেতে সমান ২-১ ব্যবধানের জয় বাংলাদেশ। এতে কার্যত বলাই যায়, চট্টগ্রাম টেস্টই নির্ধারণ করে দিবে গোটা সিরিজে আধিপত্য কার।
চট্টগ্রামে এর আগে ওয়ানডে সিরিজে একটা ম্যাচেও টস জেতেননি নাজমুল হোসেন শান্ত। জিতলেন না আজও। সাগরিকায় টসে জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। সেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।
টস রিপোর্টে রাসেল আরনল্ড জানাচ্ছিলেন, এই উইকেট টস জিতে ব্যাট করার উইকেট। উইকেটে কিছুটা ফাটল আছে। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় হবে। উইকেটে ঘাসের শিকড়ের উপস্থিতি আছে, যার ফলে বলও আসবে খানিকটা থেমে। সেখানে আগে ব্যাট করতে নামল শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী টেস্টে যা তাদের বাড়তি সুবিধা দেবে বৈকি!