৩৫৬ দিন পর সাকিবের ফেরা, হাসানের অভিষেক
সবশেষ টেস্টটা সাকিব আল হাসান খেলেছিলেন সেই গেল বছরের এপ্রিলে। সেই টেস্টের ৩৫৬ দিন পর আবারও সাদা পোশাক গায়ে চড়ালেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন তিনি। তার সঙ্গে টেস্ট অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টেও ৮৭ রান আর ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন সাকিব। সেই টেস্টের পর বাংলাদেশ খেলেছে আরও চার টেস্ট। তবে তার একটাতেও সাকিবের দেখা মেলেনি। মিলল আজ শ্রীলঙ্কার বিপক্ষে, দল যখন হোয়াইটওয়াশের শঙ্কায়, তখন।
তার সঙ্গে টেস্ট অভিষেকের স্বাদ পাচ্ছেন হাসান। এর আগে ২০২০ সালে টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ দলে আগমন তার। এরপরের বছর ওয়ানডে অভিষেক। ২২ ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এরপর থেকে। ইতোমধ্যেই ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদও পেয়ে গেছেন তিনি। কিন্তু টেস্ট আঙিনায় পা মাড়ানো হয়নি এতদিন। ২০২৪ এ এসে সে আক্ষেপ ঘুচল তার। টেস্ট ক্যাপটা পেয়ে গেলেন তিনি।
বাংলাদেশ একাদশে পরিবর্তনও এই দুটোই। সাকিব এসেছেন শরিফুল ইসলামের জায়গায়। শেষ ছয় মাস ধরে টানা খেলেই যাচ্ছেন তিনি। ফলে তার এই বিশ্রামটা একরকম পাওনাই হয়ে গিয়েছিল। হাসান ঢুকেছেন আরেক অভিষিক্ত পেসার নাহিদ রানার জায়গায়।
ওদিকে শ্রীলঙ্কা নেমেছে একটি পরিবর্তন নিয়ে। আসিথা ফার্নান্দো দলে ঢুকেছেন কাসুন রাজিথার বদলে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।