বুমরাহর থেকে আফ্রিদিকে শেখার পরামর্শ ওয়াকারের

বুমরাহর থেকে আফ্রিদিকে শেখার পরামর্শ ওয়াকারের

বিশ্বকাপে সাফল্য পেতে পেস আক্রমণের ভরসা করেছিল পাকিস্তান। তবে এখন পর্যন্ত তিন ম্যাচের কোনটিতেই সে অর্থে নজর টানতে পারেনি দলটির পেসাররা। বোলিংয়ে দলকে সাফল্য এনে দিতে পারেননি শাহিন আফ্রিদি। নাসিম শাহর অভাব বেশ ভালোই টের পাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় আফ্রিদিকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

অন্যদিকে চোট থেকে সেরে উঠে বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়ে দলকে সাফল্য এনে দিচ্ছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে হয়ে উঠেছেন আতঙ্কের নাম। তাই তার থেকেই আফ্রিদিকে শেখার পরামর্শ দিয়েছেন ওয়াকার।

আফ্রিদিকে নিয়ে ওয়াকার বলেন, ‘আমি জানি না তার ফিটনেসে কোনো সমস্যা আছে কিনা। তার বোলিংয়ে যেটা অনুপস্থিত তা হল শৃঙ্খলা। যদিও সে উইকেট পাওয়ার চেষ্টা করছে। আফ্রিদি ব্যাটারদের ইয়র্কার দিয়ে ঘায়েল করার চেষ্টা করছেন, আর ব্যাটসম্যানরা এটি জানেন তাই তারা এর জন্য প্রস্তুত।’

বিপরীতে বুমরাহর প্রসঙ্গ টেনে ওয়াকার বলেন, ‘বুমরাহ চাপ তৈরি করছে এবং তার লাইন অফ স্টাম্পের উপরে। সে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছে। উইকেট পাওয়ার জন্য চাপ তৈরি করেছে। তাকেও সেটা করতে হবে।’

পেস আক্রমণে নাসিম শাহকেও মিস করছেন ওয়াকার, ‘নাসিম একজন ভালো বোলার এবং খুব বেশি রান দেয় না। নাসিম যখন চাপ তৈরি করে, তখন ব্যাটসম্যানরা অন্য বোলারদের সাথে সুযোগ নেয় এবং তারা উইকেট পায়।’

সম্পর্কিত খবর