অতীত নিয়ে দুর্ভাবনায় নেই বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা অনেক দিন ধরেই আর দূর আকাশের তারা নয়। সীমিত ওভারে নিয়মিতই বাংলাদেশ জিতছে লঙ্কানদের বিপক্ষে, সবশেষ ওয়ানডে সিরিজটাই তো জিতল নাজমুল হোসেন শান্তর দল।
তবে মঞ্চটা যখন টেস্ট, তখন পরিস্থিতিটা আবার ভিন্ন। এখন পর্যন্ত দলটার বিরুদ্ধে ২6 টেস্ট খেলে হারতে হয়েছে ১৯টিতেই। একমাত্র জয়টা সেই ২০১৭ সালে।
এ তো গেল অতীত, বর্তমানও তো বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে স্বাগতিকরা, শঙ্কায় আছে হোয়াইটওয়াশেরও।
তবে সেসব নিয়ে না ভেবে ম্যাচেই মনোযোগটা থাকুক, তাই চাইছেন ভারপ্রাপ্ত প্রধান কোচ নিক পোথাস। ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন এ কথা। তার ভাষ্য, ‘আপনি যখন ১-০ ব্যবধানে পিছিয়ে থাকেন, তখন আরও বেশি চেষ্টা করতে হয়। তবে বলটা যখন নেমে আসছে, তখন ফলাফলের ভাবনা করার দরকার নেই আপনার, মনোযোগটা দিতে হবে ওই বলেই। অতীতে কী হয়েছে, সেটা নিয়ে দুর্ভাবনায় নেই আমরা।’
এই ম্যাচ দিয়ে ৩৫৬ দিন পর সাকিব আল হাসান ফিরছেন টেস্ট ক্রিকেটে। তার ফেরাটা দলে বড় পার্থক্যই গড়ে দেবে, বিশ্বাস পোথাসের। বললেন, ‘মুশি বা সাকিবের মতো কেউ দলে না থাকাটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়। সাকিব ফিরে এসেছে, এটাও পার্থক্য গড়ে দিচ্ছে। দলে মুডটা বেশ ভালো, সবসময়ই বেশ ভালো থাকে। আমাদের ছেলেরা বেশ মনোযোগী তাদের কাজে, প্রত্যেকটা ম্যাচকে সমানভাবে গুরুত্ব দেয়।’