ছক্কা মারায় গেইল-ডি ভিলিয়ার্সদের ছাড়িয়ে কোহলি
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সবশেষ জানুয়ারিতে জাতীয় দলের হয়ে খেলেন বিরাট কোহলি। এরপর দুই মাস ছিলেন মাঠের বাইরে এবং চলমান আইপিএলের আসর দিয়ে ফেরেন মাঠের খেলায়। মাঝে লম্বা একটা বিরতি গেলেও ব্যাটিংয়ের ধার যেন কোনো অংশেই কমেনি ভারতের এই তারকা ব্যাটারর। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৯ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। এতে দলকে জেতান, পান ম্যাচ সেরার খেতাবও।
পরে গত রাতে বেঙ্গালুরুর আসরের তৃতীয় ম্যাচে শেষ পর্যন্ত টিকে থেকে দলীয় সর্বোচ্চ ৫৯ বলে ৮৩ রান করে কোহলি। তবে বোলারদের ছন্নছাড়া পারফর্মে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হারে তারা। এ নিয়ের আসরের তিন ম্যাচের দুটিতেই হারল বেঙ্গালুরু। এদিকে দল যখন ব্যর্থ তখন ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কোহলি। কলকাতার বিপক্ষে ম্যাচটিতে সময়ের অন্যতম এই ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন ৪টি। এতেই বনে গেছেন অনন্য রেকর্ডের। আইপিএলে এক দলের হয়ে এখন সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন কোহলি। বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত কোহলির মোট ছক্কার সংখ্যা ২৪১টি।
এতদিন এই রেকর্ডটি ছিল ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের। এই বেঙ্গালুরুর হয়েই ২৩৯টি ছক্কা হাঁকিয়েছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এই বাঁহাতি ব্যাটার। তালিকার তৃতীয় স্থানটিও বেঙ্গালুরুর। ফ্রাঞ্জাইজিটির সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সে ছক্কার সংখ্যা ২৩৮টি।
ছক্কার রেকর্ড গড়ার দিনে আরও এক কীর্তিতে ভাগ বসিয়েছেন কোহলি। আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড ছিল সুরেশ রায়নার, ১০৯টি। গত রাতের ম্যাচে কলকাতার ভেঙ্কেটেশ আইয়ারের ক্যাচ নিয়ে সেই রেকর্ডে যৌথভাবে নাম লেখান কোহলি। যদিও এই কীর্তি গড়তে রায়নার চেয়ে বেশি সময় নিলেন তিনি। ২০৫ ম্যাচেই ১০৯ রান ক্যাচ নিয়েছেন রায়না, বিপরীতে কোহলি রেকর্ড ছুঁলেন ২৪০ ম্যাচে।