আরও একটা সেশন শ্রীলঙ্কার

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:০০ পিএম | ৩০ মার্চ, ২০২৪

প্রথম সেশনে একচ্ছত্র আধিপত্য ছিল শ্রীলঙ্কার। বাংলাদেশ পায়নি উইকেটের দেখা। দ্বিতীয় সেশনে সে অধরা উইকেটের দেখা বাংলাদেশ পেয়েছে বটে। কিন্তু শ্রীলঙ্কার আধিপত্যে সেটা ছেদ ফেলতে দেয়নি। এই সেশনে শ্রীলঙ্কা রান তুলেছে ওভারপ্রতি ৪ করে। সেশন শেষ করেছে ২ উইকেট খুইয়ে ২১৪ রান তুলে।

প্রথম সেশনে বাংলাদেশের সেরা বোলার ছিলেন অভিষিক্ত হাসান মাহমুদ। তবে তার বলে দুটো ক্যাচ মিস হওয়ায় তাকে প্রথম সেশনের সবচেয়ে দুর্ভাগা বোলার আখ্যাটাও দিয়ে দেওয়া যায়, বাকিরা যে তেমন সুযোগই তৈরি করতে পারেননি! 

তবে দ্বিতীয় সেশনে এসে নিজের ভাগ্যটা নিজেই ফেরালেন হাসান। যে দুটো উইকেট গেছে, তার দুটোতেই হাত আছে তার। প্রথমে নিশান মাদুশকাকে বিদায় করলেন লিটন দাসের সঙ্গে মিলে তাকে রান আউট করে। এরপর দিমুথ করুনারত্নেকে করলেন বোল্ড। পেয়ে গেলেন প্রথম টেস্ট উইকেটের দেখা।

এরপরও অবশ্য শ্রীলঙ্কার পকেটেই গেছে সেশনটা। মাদুশকা অবশ্য ফিরেছেন সেশনের শুরুতেই। এরপর ৩৩ রানে সেশন শুরু করা করুনারত্নে সেশনে নিজের নামের পাশে যোগ করেছেন আরও ৫০ এর বেশি রান।

সঙ্গী হিসেবে পেয়েছেন কুশল মেন্ডিসকে। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১১৪ রান। একেবারে শেষ দিকে এসে করুনারত্নে উইকেট খুইয়ে দিয়ে এসেছেন বটে। কিন্তু সেশনটাকে শ্রীলঙ্কার পক্ষে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারেনি ওই উইকেট। লঙ্কানরা পেয়ে যায় বড় স্কোরের ভিত। 

খেলার দুনিয়া | ফলো করুন :