‘২৪ এ হচ্ছে না বাংলাদেশ-আফগান সিরিজ
চলতি বছর বাংলাদেশের সামনে ব্যস্ত একটা বছরই থাকার কথা ছিল। টেস্ট খেলার কথা ১২টি। তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আগেই বাতিল হয়ে গেছে। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও স্থগিত হয়ে গেল। তবে শুধু টেস্ট নয়, পুরো সিরিজটাই সরে গেছে চলতি বছর থেকে।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আফগানদের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলার সূচি ছিল। তবে জুলাই মাসের ওই সফর দুই বোর্ডের সম্মতিতে সরে গেছে।
বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও পরবর্তীতে এই সিরিজ কবে হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটার সময় দুই বোর্ডের সম্মতিতে পুনঃনির্ধারণ করা হবে।’
চলতি বছর বাংলাদেশের ১২টি টেস্ট খেলার কথা থাকলেও ইতোমধ্যেই দুটো টেস্ট বাতিল হয়ে গেছে। এবার আরও দুটো কমে গেল আফগান সিরিজ সরে যাওয়ায়। ফলে এই বছর ৮টি টেস্ট খেলতে হবে দলকে।
এরপরও অবশ্য বাংলাদেশ বেশ ব্যস্ত সময়ই কাটাবে চলতি বছর। ২০২৪ বিশ্বকাপের পর দলটা যাবে পাকিস্তানে, সেখানে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। এরপরই অপেক্ষা করছে ভারত সফর। সেখানে দুই টেস্টের সঙ্গে দল খেলবে ৩ টি-টোয়েন্টি।
অক্টোবরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে দুই টেস্টের সিরিজে। এরপর নভেম্বরে-ডিসেম্বরে বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ২ টেস্টের পাশাপাশি ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।