তিনে নেমে দলের জয়ে অবদান রাখলেন তামিম

তিনে নেমে দলের জয়ে অবদান রাখলেন তামিম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ে ফিরেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সবশেষ ম্যাচে মোহামেডানের কাছে ডিএলএস পদ্ধতিতে ১ উইকেটে হেরেছিল তারা। সে হারের ক্ষত ভুলে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৫ উইকেট হারিয়ে দিয়েছে তারা।

বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। তবে নাজমুল অপুর স্পিন ভেলকিতে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি রূপগঞ্জ। ৪৪ রানে ৫ উইকেটে একাই ভেঙে দিয়েছেন রূপগঞ্জের ব্যাটিং মেরুদণ্ড।

অপুর বোলিং তাণ্ডবের মধ্যেও ৫৫ রানের ইনিংস খেলে দলের রানকে ১৬৫ পর্যন্ত টেনে নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব।

জবাব দিতে নেমে বড় চমক দেয় প্রাইম ব্যাংক। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সঙ্গী হন শেখ মেহেদী হাসান। তিনে নামেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। তবে এর আগে ডিপিএলে টানা তিন ফিফটি করা তামিম এদিন পঞ্চাশের ঘর না ছুঁতে পারলেও খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস।

সম্পর্কিত খবর