বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর সাতে সাত

বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর সাতে সাত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে আবাহনী। চলতি রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে আকাশি-হলুদরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৪.৪ ওভারে ২০৪ করে অলআউট হয় গাজী গ্রুপ। দলটির পক্ষে সর্বোচ্চ ৮০ রান আসে ওপেনার ও অধিনায়ক মেহেদী মারুফের ব্যাটে। মিডল অর্ডারে নেমে ৪১ রান করেন হাবিবুর রহমান।

আবাহনীর পক্ষে সমান দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।

জবাব দিতে নেমে এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩৯.২ ওভারেই লক্ষ্য টপকে যায় আবাহনী। ৭ চার এবং ৪ ছয়ে ১০৭ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বিজয়। পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক (৫৮)।

সম্পর্কিত খবর