ফের মোহামেডানের রুদ্ধশ্বাস জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন মোহামেডানের ম্যাচ মানেই যেন থ্রিলার। রুদ্ধশ্বাস ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৫ রানে হারিয়ে চলতি মৌসুমে নিজেদের ষষ্ঠ জয় তুলে নিয়েছেন সাদাকালোরা।
ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে হয় মোহামেডানকে। শেখ জামালের বোলারদের তোপে খুব একটা সুবিধা করতে পারেননি দলটির ব্যাটাররা। তবে এর মধ্যেও চলতি মৌসুমে ধারাবাহিকতার পরিচয় দেয়া ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আসে ৭০ রান।
৪৫ রান করেন লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাট করতে থাকা আবু হায়দার রনি। মিডল অর্ডারে ২২ বলে ২৮ রান করেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে দুইশ রান পর্যন্ত পৌঁছায় মোহামেডান।
শেখ জামালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইবুর রহমান, দুই উইকেট পান রিপন মণ্ডল।
রান তাড়া করতে নামা শেখ জামালের পক্ষে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেন সাইফ হাসান। লেজের সারির ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটে আসে ৩৯ রান। তবু ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি তুলতে পারেনি শেখ জামাল। মোহামেডানের পক্ষে দুটি করে উইকেট পান কামরুল ইসলাম রাব্বি, আসিফ হাসান এবং নাসুম আহমেদ।