উইলির চলে যাওয়ায় ম্যাট হেনরিকে দলে টানল লক্ষ্ণৌ
ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেভিড উইলি চলতি বছরের আইপিএলের শুরু থেকেই খেলা পিছিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার পুরো টুর্নামেন্ট থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তে এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে ভেড়াল কিউই পেসার ম্যাট হেনরিকে।
ইংল্যান্ডের বাঁহাতি পেসার উইলি গত দুই মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। দুবাইতে গত বছরের মিনি-নিলামে তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছিল লক্ষ্ণৌয়ের ফ্র্যাঞ্চাইজি।
অপরদিকে হেনরিকে লক্ষ্ণৌ ১.২৫ কোটি রুপিতে কিনেছিল। সবশেষ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। গত বছর ভারত বিশ্বকাপেও তিনি ১১ উইকেটের সঙ্গে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।
হেনরি তার ক্যারিয়ারে ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে মোট ১৫১টি উইকেট শিকার করেছেন। আইপিএলের ২০২৪ আসরের নিলামে হেনরি তার নাম দিয়েছিলেন কিন্তু অবিক্রিত থেকে গেছিলেন। এখন উইলির অভাব পূরণ করতে তাকে দলে টানল লক্ষ্ণৌ। তিনি এর আগে চেন্নাই সুপার কিংসের দলে ছিলেন, যদিও তাদের হয়ে মাঠে নামার সুযোগ পাননি।