আইপিএলের বড় ছক্কার তালিকায় অবাক করা নাম!

আইপিএলের বড় ছক্কার তালিকায় অবাক করা নাম!

শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভেঙ্কাটেশ আইয়ার প্রথম যে ছক্কাটা হাঁকিয়েছিলেন, সেটার দূরত্ব ছিলো ১০৬ মিটার৷ বাঁহাতি স্পিনার মায়াঙ্ক দাগারকে লং অন দিয়ে মারা সেই ছক্কাটা, চলতি আসরের সবচাইতে বড় ছক্কা। চলতি আসরে একশো মিটারের বেশি হয়েছে তিনটা। বাকী দুইটা মেরেছেন ইশান কিশান ১০৩ মিটার এবং আন্দ্রে রাসেল ১০২ মিটার।

আইপিএলে সর্বোচ্চ দূরত্বের ছক্কার দখল অবশ্য অ্যালবি মরকেলের কাছে। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হাঁকান ১২৪ মিটার ছক্কা৷

সেই আসরেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে সমান দূরত্বের ছক্কা হাঁকান আরসিবির প্রাভিন কুমার।

তিনে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। পাঞ্জাবের সাবেক অধিনায়ক আরসিবির বিপক্ষে ২০১১ সালের আইপিএলে হাঁকান ১২২ মিটার ছক্কা।

এরপরের নামটা আরিসিবির পক্ষেই। ২০১০ সালে মুম্বাইয়ের বিপক্ষে ১২০ মিটার ছক্কা হাঁকান রবিন উথাপ্পা।

সেরা পাঁচে পরের নাম ক্যারিবীয় দানব ক্রিস গেইলেই। ২০১৩ সালের আরসিবির জার্সিতে পাঞ্চাবের বিপক্ষে মারেন ১১৯ মিটার ছক্কা।

সম্পর্কিত খবর