দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিংয়ে নামার লক্ষ্য শান্তদের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫৭ এএম | ৩১ মার্চ, ২০২৪

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা পুরো শ্রীলঙ্কার নামে। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে বিনা উইকেটে ৮৮, দ্বিতীয় সেশনে ২ উইকেটে ১২৬ এবং সেশনে ২ উইকেটে ১০০। সব মিলিয়ে দিন শেষে লঙ্কানদের স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩১৪ রান। সিলেট টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। চায়ের দেশ থেকে সাগরিকায় ফিরে এবার দলীয় ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছে সফরকারীরা। 

এদিকে বাংলাদেশের বোলারদের নিষ্প্রভ দিনে কেবল কার্যকরী ছিলেন অভিষিক্ত হাসান মাহমুদ। ইনিংসে ষষ্ঠ ও ২২তম ওভারে এই ডানহাতি পেসারের বলে ক্যাচ দুটি ধরতে পারলে হয়তো দিন শেষের পরিস্থিতি ভিন্ন হতে পারতো। তবে বাজের ফিল্ডিংয়ের মহড়ায় তা আর হয়ে ওঠেনি। অবশ্য এই হাসানের হাত ধরেই এসেছে প্রথম উইকেট। রান আউটে ফিরিয়েছেন নিশান মাদুশকাকে। আরেক ওপেনার যখন সেঞ্চুরির পথে তখন দিমুথ করুনারত্নেকে ফেরআন বোল্ড। বাকি দুই উইকেটের মধ্যেও একটি ছিল হাসানের, বাকি একটি সাকিব আল হাসানের। 

প্রথম দিনের ছোট কোনো অংশেও আধিপত্য দেখাতে পারেননি স্বাগতিকরা। এতে দ্বিতীয় দিনে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে আনতেই নামবে নাজমুল হোসেন শান্তর দল। লক্ষ্যটা হয়তো এমনই থাকবে যত দ্রুত সম্ভব লঙ্কানদের আটকে দিনের প্রথম ভাগেই ব্যাটিংয়ে নামার। 

এদিকে করুনারত্নে ৮৬ রানের ফেরার পর সেঞ্চুরির আরও কাছে গিয়ে ফিরেছেন কুশল মেন্ডিস। ৯৩ রান করা এই ডানহাতি ব্যাটারকে সাজঘরের রাস্তা মাপান সাকিব। ২২ গজে আজ ব্যাট হাতে নামবে আগের দিনের অপরাজিত দুই ব্যাটার দীনেশ চান্দিমাল ও অধিনায়ক ধনঞ্জয়া। 

খেলার দুনিয়া | ফলো করুন :