সকালের সেশনে প্রাপ্তি সবেধন নীলমণি একটা উইকেটই
আকাশের মুখ গোমড়া, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ছিল। খেলা মাঠে গড়ালে পেসারদের জন্য আদর্শ পরিবেশই হতো বোলিংয়ের। বৃষ্টির চোখরাঙানি এড়িয়ে খেলা যখন শুরু হলো, তারপর বোলিং ভালোও হলো, কিন্তু উইকেট আর মিলল না! উইকেটটা এল এক ঘণ্টা পর স্পিনার সাকিব আল হাসানের হাত ধরে। সকালের সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত সেটাই হয়ে রইল দ্বিতীয় দিনে বাংলাদেশের একমাত্র সাফল্য!
বাংলাদেশ নতুন বলটা কাজে লাগিয়েছে গতকাল বিকেলেই। তবে দশ ওভারে তা আর কতোই বা পুরোনো হবে? সে বলটা সকালের সেশনেই কাজে লাগান দুই পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদ।
দুজনই সকালের সেশনের শুরুর দিকে অস্বস্তিতে ফেলেছেন দুই সেট ব্যাটার দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। বল এদিক সেদিক হয়েছে। ব্যাটের কোণা ছুঁয়ে চলে গেছে পেছনে। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মন্থর উইকেট থেকে যে ক্যারি পাওয়া যাচ্ছে না একটুও! যে বলগুলো এজড হলো, তার একটাও স্লিপ পর্যন্ত গেলই না! ফলে দারুণ বল করেও আজকের প্রথম সেশনে উইকেটশূন্য থাকতে হয় দুই পেসারকে।
প্রথম সেশনের একমাত্র উইকেটটা এনে দিয়েছেন সাকিব আল হাসান। ৫৯ রান করা দীনেশ চান্দিমালকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
তবে এরপরই জমে গেছে বাংলাদেশকে আগের টেস্টে ভোগানো কামিন্দু মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভার জুটি। দুজন মিলে সেশন শেষের আগ পর্যন্ত ৭৬ বলে তুলেছেন ৩৬ রান। শ্রীলঙ্কা সেশনটা শেষ করেছে ৫ উইকেটে ৪১১ রান তুলে।