বাবর আজম ফের পাকিস্তানের অধিনায়ক
আরেকবার পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম। ৩১ মার্চ তাকে ফের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওয়ানডে এবং টি- টোয়েন্টি ফরমেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। এই ফরমেটের আগের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি মাত্র এক সিরিজ খেলেই অধিনায়কত্ব হারালেন!
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের পর বাবর আজম অধিনায়কত্ব ছেড়ে দেন। তখন পিসিবি সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেয়। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে পিসিবি শান মাসুদের নাম ঘোষণা করে।
আরেকবার পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম। ৩১ মার্চ তাকে ফের পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওয়ানডে এবং টি- টোয়েন্টি ফরমেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। এই ফরমেটের আগের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি মাত্র এক সিরিজ খেলেই অধিনায়কত্ব হারালেন!
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সের পর বাবর আজম অধিনায়কত্ব ছেড়ে দেন। তখন পিসিবি সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেয়। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে পিসিবি শান মাসুদের নাম ঘোষণা করে।
শান মাসুদের নেতৃত্বের অভিষেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারে পাকিস্তান। সেই সিরিজেই টি- টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক এবং উইকেটকিপার কাম ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে পিসিবি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজও পাকিস্তান ৪-১ ব্যবধানে হারে। সর্বশেষ পিসিএলেও দুরাবস্থায় কাটে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির। তার দল লাহোর কালান্দারস দশ ম্যাচে মাত্র একটা জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করে।
পিসিবিতে নতুন নির্বাচক প্যানেল হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ, আসাদ শফিক, আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ ইউসুফ। তারাই পিসিবির কাছে অধিনায়ক পদে বাবর আজমকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সিদ্ধান্ত জানান। পিসিবি সেই সিদ্ধান্ত গ্রহণ করে রোববার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাবর আজমকে দ্বিতীয়দফায় পাকিস্তানের টি- টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব প্রদান করে।
জুনের বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাটিতে টি- টোয়েন্টি সিরিজ দিয়েই বাবর আজমের অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু হবে।