অজিদের ১২৭ রানের চ্যালেঞ্জ
ওয়ানডে সিরিজে এক ম্যাচেও তিন অঙ্ক ছুঁতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে সিরিজটা হেরেছিল ৩-০ ব্যবধানে। সে শঙ্কাটা আজও মাথাচাড়া দিয়ে উঠেছিল স্বাগতিক শিবিরে। তবে শেষ পর্যন্ত সে শঙ্কাটা বাংলাদেশ সামলেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে। অস্ট্রেলিয়ার সামনে তুলে দিয়েছে ১২৬ রানের চ্যালেঞ্জ।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জেতে টসে। নেয় ব্যাট করার সিদ্ধান্ত। তবে সিদ্ধান্তটা ভুল, এমনটাই মনে হচ্ছিল শুরুর দিকে। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ওপেনার দিলারা আক্তার। পরে দলীয় ২ রানের মাথায় সাজঘরে আরও এক ব্যাটার।
২ রান তুলতে ২ উইকেট নেই। ওয়ানডে সিরিজের বিভীষিকা বা তার চেয়েও বাজে কিছুর শঙ্কা তখন উড়িয়ে দেওয়া যাচ্ছিল না আদৌ। তবে অধিনায়ক নিগারের ব্যাটে চড়ে সে শঙ্কা উড়িয়ে দেয় বাংলাদেশ।
তার অপরাজিত ৬২ রান বাংলাদেশকে পথ দেখায় লড়াকু স্কোরের। শেষ দিকে ফাহিমা খাতুনের ২১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যার সুবাদে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন মুর্শিদা খাতুন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন সোফি মোলিনো।