কামিন্দুতে ভর করে ৫০০ ছোঁয়ার পথে শ্রীলঙ্কা
প্রথম টেস্টে বাংলাদেশকে কি ভোগান্তিটাই না ভুগিয়েছিল কামিন্দু মেন্ডিস। সেই তিনি এবার দ্বিতীয় টেস্টেও একই পথে এগুচ্ছেন। এরইমধ্যে ফিফটি হাঁকিয়ে ছুটছেন সেঞ্চুরির পথে। সঙ্গে দলকে নিয়ে যাচ্ছেন ৫০০ রানের পথে। তার ব্যাটে ভর করেই দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা দারুণভাবে শেষ করেছে লঙ্কানরা।
দ্বিতীয় সেশনে অবশ্য খুব বেশি রান জমা করতে পারেনি লঙ্কানরা। এই সেশনে ৬৫ রান তুলে ২ উইকেট হারিয়েছে লঙ্কানরা। উইকেট ফেরানো যেত আরও একটা। ইনিংসের ১২১ তম ওভারে খালেদের বলে স্লিপে ক্যাচ তুলে দেন প্রবাথ জয়াসুরিয়া। সেই সহজ ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত।
এরপরও সুযোগ ছিল বলটি লুফে নেওয়ার। স্লিপে দাঁড়ানো বাকি দুই জন দিপু ও শেষমেশ জাকির মিলে চেষ্টা করেও তা ধরতে পারেনি। এরপর অবশ্য ফিরেছেন ২৮ রানে। সাকিবের ঘূর্ণিতে লেগবিফোরের ফাঁদে পড়েছেন তিনি। এর আগে এই সেশনের সবচেয়ে বড় শিকারটা করেছেন খালেদ হাসান। সেঞ্চুরির পথে থাকা লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ৭০ রানে সাজঘরের পথ ধরিয়েছেন তিনি।
এদিন ও ভয়ঙ্কর হয়ে উঠছিল ধনাঞ্জয়া-কামিন্দু জুটি। তবে খুব বেশি ভয়ঙ্কর হওয়ার আগেই এই জুটি ভেঙে দেন খালিদ। এরপর জয়সুরিয়াকে নিয়ে স্কোরবোর্ডে ৬৫ রান জমা করে কামিন্দু। এরপর জয়সুরিয়া ফিরলে চা বিরতির আগে বিশ্ব ফার্নান্দো উইকেটে আসলেও ৭ বল মোকাবেলা করেও কোনো রান করেননি তিনি।
শেষ বিকেলে ফের উইকেটে আসবেন কামিন্দু ও ফার্নান্দো। যেখানে কামিন্দু মাঠে নামবেন ৫৪ রানে। তাকে ফেরানোই এখন সবচেয়ে কঠিন কাজ। কেননা, লঙ্কানদের শেষ স্বীকৃত ব্যাটার যে তিনিই।