‘রেকর্ড’ রান করেও ১০ উইকেটে হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানটা এসেছিল দুই দলের সবশেষ দেখায়। সে ১০৭ রান আজ টপকে নতুন রেকর্ড গড়ল নিগার সুলতানা জ্যোতির দল, করল ১২৬ রান। তবে এরপরও ম্যাচ শেষে বাংলাদেশ দলের কারো চেহারায় হাসি নেই, কারণ দল যে জেতেনি! অস্ট্রেলিয়া ১২৬ রানের লক্ষ্য টপকে গেছে ১৩ ওভারেই, ১০ উইকেটের সবকটি হাতে রেখে।
ব্যাট হাতে যে ‘রেকর্ড’ হবে, তার আঁচ কেউই করতে পারেনি। অন্তত ইনিংসের শুরুতে। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ওপেনার দিলারা আক্তার। পরে দলীয় ২ রানের মাথায় সাজঘরে আরও একজন। ২ রান তুলতে ২ উইকেট নেই। ওয়ানডে সিরিজের বিভীষিকা বা তার চেয়েও বাজে কিছুর শঙ্কা তখন উড়িয়ে দেওয়া যাচ্ছিল না আদৌ।
সেই থেকে বাংলাদেশ রেকর্ড ১২৬ রান তুলতে পারল, তার কৃতিত্ব অধিনায়ক নিগারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ ইনিংসেও ফিফটি আছে তার। সে ধারাটা আজও নিয়ে এলেন তিনি। করলেন ফিফটি। তার ৬২ রানে ভর করেই বাংলাদেশ পায় লড়াকু স্কোরের দিশা।
শেষ দিকে ফাহিমা খাতুনের ২১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যার সুবাদে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেন মুর্শিদা খাতুন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন সোফি মোলিনো।
ওয়ানডে সিরিজে প্রতি ম্যাচে অন্তত দুটো করে উইকেট অস্ট্রেলিয়ার তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। তবে আজ তেমন কোনো ছোবলই তুলল না মারুফাদের স্পেলগুলো। নির্বিষ বলগুলো শুরু থেকেই একের পর এক সীমানাছাড়া করে যাচ্ছিলেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি আর বেথ মুনি। জয়টাও তুলে নিতে তেমন কোনো সমস্যাই হয়নি অজিদের। ফিফটিও তুলে নেন দুজনে। হিলি শেষমেশ অপরাজিত থাকেন ৬৫ রানে, আর মুনি করেন ৫৫। ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েই সিরিজের সূচনা করে অস্ট্রেলিয়া।