অভিষেকেই ৭ ছক্কায় জয়ের নায়ক রোমান

অভিষেকেই ৭ ছক্কায় জয়ের নায়ক রোমান

লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন গাজী টায়ার্সের ওপেনার মোহাব্বত হোসেন রোমান। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলাদের আছড়ে ফেলেছেন সীমানার ওপারে। ৭ ছক্কা ও ৩ চারে খেলেছেন ৪৭ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস। তার দিনে ডিপিএলে ৭১ রানের বড় জয় পেয়েছে তার দল গাজী টায়ার্স। যেখানে ম্যাচসেরা তিনিই।

বিকেএসপিতে বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার আশিকুর রহমান শিবলীর উইকেট হারাতে হলেও চাপ নেননি রোমান। পাল্টা আক্রমণে উঠে ব্যাট হাতে শাসন করেছেন রূপগঞ্জের বোলারদের। দলের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই। অবশ্য বাকিরাও সঙ্গ দিয়েছেন। ইফতি করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান। আর তাতে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৩৭ রান জমা করে গাজী টায়ার্স।

জবাব দিতে নেমে ওপেনার আইচ মোল্লা ৪২ ও শামসুর রহমান ৫৮ রানের ইনিংস খেললেও বাকিদের অসহোযোগিতার কারণে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ ক্রিকেট ক্লাব। গাজী টায়ার্স বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন মারুফ মৃধা ও শামিম মিয়া।

চলতি ডিপিএলে ৭ ম্যাচ শেষে গাজী টায়ার্সের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ফেললেও এখন জয়ের দেখা পায়নি রূপগঞ্জ টাইগার্স।

সংক্ষিপ্ত স্কোর
গাজী টায়ার্স: ৪৩ ওভারে ২৩৭/৯ (রোমান ৬৩, ইফতেখার ৪১, হাশিম ২/২৭, আসাদুল্লাহ ২/২৭, নাবিল ২/৪৯)।
রূপগঞ্জ টাইগার্স: ৩৮.২ ওভারে ১৬৬ (শামসুর ৫৮, আইচ ৪২; মারুফ ৩/২৬, শামীম ৩/৩৩, আরিদুল ২/৪৪)।
ফল: গাজী টায়ার্স ৭১ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: মোহাব্বত হোসেন রোমান।

সম্পর্কিত খবর