সুপার লিগের পথে শাইনপুকুর, মজিদের সেঞ্চুরিতে ব্রাদার্সের জয়

সুপার লিগের পথে শাইনপুকুর, মজিদের সেঞ্চুরিতে ব্রাদার্সের জয়

চলতি ডিপিএলে প্রথম জয়ের পথ প্রস্তুত করেও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় জেতা হলো না সিটি ক্লাবের। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৭৬ রানে বেধে ফেলে সিটি ক্লাব গুঁটিয়ে গেল মাত্র ৮৪ রানে। আর তাতে ৯২ রানের বড় জয়ে সুপার লিগের পথে আরেক ধাপ এগিয়ে গেল শাইনপুকুর। ৭ ম্যাচ শেষে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান তাদের। দিনের আরেক ম্যাচে আবদুল মজিদের সেঞ্চুরিতে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টেবিলের ৮ নম্বরে অবস্থান তাদের।

ফতুল্লায় ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে স্কোরবোর্ডে ১৭৬ রান তুলতে পারে শাইনপুকুর। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে খালিদ হাসানের ব্যাট থেকে। সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন ইরফান হোসেন।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে সিটি ক্লাব। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় সিটি ক্লাব। এরপর বাকি ৩৭ রান যোগ করতেই ৮৪ রানে অলআউট হয়ে যায় সিটি ক্লাব। সিটি ক্লাবের উইকেটে ধস নামান মুকিদুল ইসলাম ও নাঈম আহমেদ। দু’জনে নিয়েছেন ৭ উইকেট।

দিনের আরেক ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৪ রান তুলে পারটেক্স স্পোর্টি ক্লাব। যা মজিদের অপরাজিত ১০৫ রানের ইনিংসে ভর করে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলে এটি ব্রাদার্সের তৃতীয় জয়।

সম্পর্কিত খবর