মোহিতে মুগ্ধতা, গুজরাটের দ্বিতীয় জয়
আগের ম্যাচে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলেছে শুভমান গিলের দল। বল হাতে ২৫ রানে ৩ উইকেট শিকার করে মুগ্ধতা ছড়িয়ে গুজরাটের জয়ের নায়ক মোহিত শর্মা।
আহমেদাবাদে এদিন অবশ্য মাঠে নামার আগে বেশ রোমাঞ্চিতই দেখা গেছে হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্সকে। শেষবার যখন এই মাঠে খেলতে নেমেছিলেন কামিন্স; সেদিন অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ বিশ্বকাপ উঠে ছিল তার হাতে। তাছাড়া আগের ম্যাচে আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৭৭ রান তুলেছিল তার দল। তাই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদীই ছিলেন কামিন্স।
তবে এদিন গল্পটা তার পক্ষে আসেনি। শুরুতে ব্যাট করতে নামা হায়দ্রাবাদের ব্যাটারদের কেউই সুবিধা করতে পারেননি খুব একটা। দলীয় সর্বোচ্চ রান এসেছে আবদুল সামাদের ব্যাট থেকে। সেই রানটা মোটে ২৯। আর তাতে হায়দ্রাবাদের সংগ্রহ ৮ উইকেটে ১৬২। হায়দ্রাবাদকে এত অল্পতে থামানোর মূল কাজটা করেছেন মূলত মোহিত।
আগের ম্যাচে মুম্বাই বোলারদের কচুকাটা করে ছেড়ে দেওয়া হায়দ্রাবাদের ব্যাটারদের এদিন খুব বেশি বাড়তে দেননি মোহিত। গতিতে বৈচিত্র্য এনে বিপদে ফেলে উইকেট তুলেছেন তিনি। ২৫ রানে তুলেছেন ৩ উইকেট।
জবাবে ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর দলকে জয়ের পথে নিয়ে যান শুভমান গিল ও সাই সুদর্শন। গিল ৩৬ রানে ফেরার পর সুদর্শন ফিরেন ৪৫ রানে। অবশ্য ততক্ষণে জয়ের খুব কাছে চলে গিয়েছে গুজরাট। এরপর বাকি পথটুকু বিজয় শঙ্করকে নিয়ে বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ডেভিড মিলার। ২৭ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
হায়দ্রাবাদ: ১৬২/৮ (২০ ওভার); (অভিষেক ২৯, সামাদ ২৯; মোহিত ৩/২৫, নুর ১/৩২)
গুজরাট: ১৬৮/৩ (১৯.১ ওভার); (সাই ৪৫, মিলার ৪৪*; কামিন্স ১/২৮, শাহবাজ ১/২০)
ফল: গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: মোহিত শর্মা