প্রথম ওভারেই মুস্তাফিজের খরচ ১৮ রান

প্রথম ওভারেই মুস্তাফিজের খরচ ১৮ রান

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের পার্পল ক্যাপ মাথায় পড়ে নেমেছেন মুস্তাফিজুর রহমান। তার ওপর ১ উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। দিল্লির বিপক্ষে এদিন মুস্তাফিজ বোলিংয়ে আসলেন পাওয়ার প্লের শেষ ওভারে। যখন তার দল চেন্নাই সুপার কিংস যখন উইকেটের জন্য মরিয়া।

ধরনা করা হচ্ছিল মুস্তাফিজ ৩০০ ছুঁয়ে দলকে ব্রেক থ্রো এনে দেবেন। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজ হতাশই করেছেন তার ভক্তদের। প্রথম ওভারেই মুস্তাফিজ খরচ করেছেন ১৮ রান। যার প্রথম চারটিতেই আবার এসেছে বাউন্ডারি। এর মধ্যে আবার নো বলও আছে।

এদিন পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজের করা প্রথম বলেই চার হাঁকান তারই সাবেক সতীর্থ ওয়ার্নার। পরের বলটিতে ১ রান নেন ওয়ার্নার। তবে পরবর্তীতে সেটি নো বল হয়। এরপর মুস্তাফিজের তিন বলে টানা তিনটি ৪ মারের পৃথ্থী। এরপর অবশ্য দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছেন মুস্তাফিজ। স্লোয়ার দিয়ে ব্যাটারকে পরাস্ত করেছেন। শেষ দুই বলে এসেছে ২ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুরুতে ব্যাট করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৭৫ রান জমা করেছে দিল্লি। ব্যাট হাতে দলকে বড় সংগ্রহের পথে টানছেন দলটির দুই ওপেনার পৃথ্থি শাহ ও ডেভিড ওয়ার্নার।

সম্পর্কিত খবর