তৃতীয় দিনটা নিজেদের করতে চায় বাংলাদেশ
শেষ বিকেলের ১৫ ওভার বাদ দিলে চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনই ব্যাট করেছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে জমা করেছে ৫৩১ রানের বিশাল পুঁজি। তৃতীয় দিনে ব্যাট করতে নামার আগে এখনও লঙ্কানদের চেয়ে ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে ৯ উইকেট। ফলোঅন এড়াতেও করতে হবে আরও ২৭৭ রান।
তবে অতশত ভাবতে চাই না বাংলাদেশ। আপাতত লক্ষ্যটা তৃতীয়দিনের পুরোটা দিন ব্যাট করে কাটানো। সেই লক্ষ্যের কথায় দিন শেষে জানিয়ে গিয়েছেন দলটির ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
শেষ বিকেলে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৫৫ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে আসবেন জাকির হাসান ও তাইজুল ইসলাম। তৃতীয় দিনে দলের পরিকল্পনা কি তা নিয়ে হেম্প বলেন, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ, আমরা ৪৭৬ পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।’
এদিন এক উইকেট হারালেও দুই ওপেনার জয় ও জাকির বেশ ইতিবাচক মনোভাব নিয়েই ব্যাট করেছে। নতুন বলকে দারুণভাবে মোকাবেলা করেছে যা নিয়ে হেম্প বলেন, ‘নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’
ব্যাটারদের প্রতি আস্থার কথা জানিয়ে হেম্প বলেন, ‘ওরা ভালো খেলোয়াড়। এখন তাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে, কোন বলটা মারতে হবে, কোনটা থামাতে হবে, তা দেখতে হবে। ভালো দলের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেয় এবং সেটা লম্বা সময় ধরে নেয়। আপনাকে বোলারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’