মুস্তাফিজের ৩০০ ছোঁয়ার দিনে চেন্নাইয়ের টার্গেট ..

  • নিউজরুম এডিটর
  • ০৯:৪৭ পিএম | ৩১ মার্চ, ২০২৪

টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজুর রহমান। ডেভিড ওয়ার্নারকে ৫২ রানে ফিরিয়ে এই কীর্তি গড়েন তিনি। রেকর্ডের দিনে অবশ্য বেশ খরুচেই ছিলেন তিনি। আগের দুই ম্যাচে ৬ উইকেট তোলা মুস্তাফিজ এদিন ১ উইকেট তুলতে খরচ করেছেন ৪৭ রান। আর তাতে তার দল চেন্নাইয়ের সামনে লক্ষ্যটা দাঁড়িয়েছে ১৯২ রানের।

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের পার্পল ক্যাপ মাথায় পড়ে নামেন মুস্তাফিজ। বল করতে আসেন পাওয়ার প্লের শেষ ওভারে। যখন তার দল চেন্নাই সুপার কিংস যখন উইকেটের জন্য মরিয়া।

ধরনা করা হচ্ছিল মুস্তাফিজ ৩০০ ছুঁয়ে দলকে ব্রেক থ্রো এনে দেবেন। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজ নিজের প্রথম ওভারে হতাশই করেছেন তার ভক্তদের। প্রথম ওভারেই মুস্তাফিজ খরচ করেছেন ১৮ রান। যার প্রথম চারটিতেই আবার এসেছে বাউন্ডারি। এর মধ্যে আবার নো বলও আছে।

এরপর অবশ্য দ্বিতীয় ওভারে আসেন নবম ওভারে। দলকে ব্রেক থ্রো এনে দেন। ফেরান ৫২ রানে থাকা ওয়ার্নারকে। অবশ্য এই উইকেটের পেছনে কৃতিত্ব আছে মাথিশা পাথিরানারও। দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।

এরপর সেই ওভারে রানের লাগাম টানলেও শেষ পর্যন্ত বেশ খরুচেই থেকেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের সবচেয়ে খরুচে বোলার তিনি। তার খরুচে দিনে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৯১ রান জমা করেছে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে ওয়ার্নারের ৫২ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন রিশভ পান্ত। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন পাথিরানা।

খেলার দুনিয়া | ফলো করুন :