আর্সেনাল ০, সিটি ০, লিভারপুল ‘১’
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দখলে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চলছে ত্রিমুখী লড়াই। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেষ্টার সিটির মধ্যে। লিগের গত রাতের ম্যাচে নামার আগে পয়েন্ট তালিকার অবস্থান ছিল ঠিক এমন। আর্সেনাল ৬৪, লিভারপুল ৬৪, সিটি ৬৩। এতে শীর্ষ ধরের রাখার সবচেয়ে ভালো সুযোগ ছিল গানারাদের। তবে প্রতিপক্ষ যখন সিটি তখন তা নেহায়েতই সহজ না। এদিকে শীর্ষে পৌঁছাতে সিটিতে মেলাতে হতো দুটি সমীকরণ। আর্সেনালের বিপক্ষে জয়, অন্যদিকে ব্রাইটনের কাছে লিভারপুলের হার। তবে দিনশেষে হয়নি কোনোটিই।
সিটির মাঠে গোলশূন্য ড্র হয়েছে সিটি-আর্সেনাল ম্যাচ। এদিকে রাতের আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। এতেই ২৯ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠল অল রেডরা। এদিকে পয়েন্ট ভাগাভাগি করে সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল ও ৬৪ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে গোলের দেখা না পেলেও বল দখলে আধিপত্য ছিল স্বাগতিকদের। ম্যাচের ৭২ শতাংশ বল ছিল সিটিজেনদের দখলেই। তবে সেখানে সুযোগটা তৈরি করতে পারেনি পেপ গার্দিওলার দল। পারেনি মিকেল আর্তেতার দলও। অবশ্য একাধিক সুযোগ মিস করেছেন দুই দলের ফুটবলাররা। এতে উত্তেজনাকর এই ম্যাচ শেষ হয় গোলশূন্য স্কোরলাইনেই।
এদিকে আগের ম্যাচে ঘরের মাঠে শীর্ষে ওঠার সুযোগ লিভারপুল হারাতে বসেছিল ম্যাচের শুরুতেই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অল রেডদের জালে বল জড়িয়ে বসে ব্রাইটন। তবে ২৭তম মিনিটে এসে দলকে সমতায় ফেরান লুইস দিয়াস এবং ৬৫তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে শেষ পর্যন্ত আসে ২-১ গোলের জয়।