৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
জাকির হাসানের ফিফটি দিয়ে তৃতীয় দিনের শুরুটা ছিল বাংলাদেশের দখলেই। স্কোরবোর্ডে ১ উইকেটে তখনও ৯৬ রান। তবে দলীয় সেই স্কোর ১০৫ রানে না পৌঁছাতেই নেই ৩ উইকেট। ফিফটি পেরিয়ে ৫৪ রানের মাথায় ফেরেন জাকির। পরে দুই ওভারের ব্যবধানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। এতে শুরুটা ভালো পেলেও ব্যাটিং ধসের আরও একটি শঙ্কা নিয়েই মধ্যাহ্ন বিরতিতে গেল স্বাগতিকরা।
আগের দিনের শেষের ১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। সেখানে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৫ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল।
তাইজুল কিছুটা টিকে থেকে ২২ রান করে তাইজুল ফিরলেও সিরিজে ব্যাট হাতে আরও একবার ব্যর্থ অধিনায়ক (১)। জাকিরের পর তাইজুলও ফেরেন বিশ্ব ফের্নান্দোর বলে বোল্ড হয়ে। পরে দলীয় ১০৫ রানের মাথায় শান্তকে সাজঘরে ফেরেন জয়সুরিয়ার বলে।
২২ গজে এই মুহূর্তে চাপ সামলাতে লড়ছেন সাকিব আল হাসান ও মুমিনুল হক।
এর আগে দ্বিতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত ব্যাট করে ১৫৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৩১ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। বিশাল এই সংগ্রহের দিনে কেউ সেঞ্চুরি না পেলেও শ্রীলঙ্কার ছয় ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। এর মধ্যে দলীয় সর্বোচ্চ ৯৩ রান করেন কুশল মেন্ডিস। এছাড়াও সেঞ্চুরি কাছে গিয়ে ৯২ রানে অপরাজিত ছিলেম সিরিজে দারুণ ছন্দে থাকা কামিন্দু মেন্ডিস।