মুস্তাফিজদের হারের দিনে ধোনির অনন্য কীর্তি
আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। তবে হারের এ দিনেও ব্যক্তিগত একাধিক কীর্তিতে সেজেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বোলিংয়ে এক উইকেট নিয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এদিকে একই দিনে উইকেটের পেছনে দাঁড়িয়ে আরেক ‘৩০০’ ধোনিরও। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে ৩০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন চেন্নাই ও ভারত জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
বয়সটা পেরিয়েছে ৪২। তবে লম্বা চুলে ফিরে যেন সেই তরুণ ধোনি কীর্তি গড়তে নতুন শুরু করলেন তিনি। এদিন দলের জয় এনে দিতে না পারলেও ব্যাট হাতে ছিলেন বেশ আগ্রাসী। আসরে প্রথমবার ব্যাটে নেমে ১৬ বলেই করেন ৩৭ রান। তবে কীর্তিটা গড়েন ফিল্ডিংয়ে। গত রাতের দিল্লির বিপক্ষে ম্যাচটিতে রবীন্দ্র জাদেজার বলে উইকেটের পেছনে পৃথ্বী শয়ের ক্যাচ নিয়ে এই কীর্তিতে পৌঁছান ধোনি।
৩০০ ডিসমিসালের এই তালিকায় কেবল একটিই নাম, ধোনি। এর মধ্যে ২১৩ টি ছিল ক্যাচ, বাকি ৮৭টি স্ট্যাম্পিং।
আইপিএলে গত রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে আসরে প্রথম হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস। বোলিংটা সাধারণের কাতারে রেখেই ব্যাটিংয়ের শুরুতে ছন্দ হারিয়েই শেষ পর্যন্ত ২০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে আসরে এতদিন ধরে রাখা শীর্ষস্থান হারাল চেন্নাই, নেমে এসেছে দুইয়ে। ২৭৪ ডিসমিসাল করে এই তালিকায় ধোনির পরের নাম পাকিস্তানের সাবেক উইকেটকিপার কামরান আকমল। এবং সমান সংখ্যায় তিনে আরেক ভারতীয় দীনেশ কার্তিক।
উল্লেখ্য, গতকালের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে টপ-অর্ডারদের নৈপুণ্যে ৫ উইকেটে ১৯১ রান তোলে দিল্লি। জবাবে ১৭১ রানে চেন্নাই থামেলে ২০ রানে জেতে ঋষভ পন্তের দল।