আফ্রিদির নামে মনগড়া কথা বলেছে পিসিবি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৯ পিএম | ০১ এপ্রিল, ২০২৪

বিশ্বকাপকে লক্ষ্য করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে। এই বিষয়ে অনেকের মতো তাকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিও, যিনি কিছুদিন আগ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। তবে পিসিবি যে তথ্যটি প্রকাশ করেছে এটি সঠিক নয় বলে জানালেন এই পেসার।

বাবর আজমকে আরও একবার অধিনায়কত্বের দায়িত্ব প্রদান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তান ক্রিকেটের ওয়েবসাইটে শাহিন শাহ আফ্রিদির একটি বিবৃতি পোস্ট করা হয়।

সেই বিবৃতি অনুযায়ী শাহিন বলেছেন, ‘পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারাটা চূড়ান্ত সম্মানের ব্যাপার। সব সময়ই এ স্মৃতি ও সুযোগ লালন করে যাব। দলের খেলোয়াড় হিসেবে অধিনায়ক বাবর আজমকে সমর্থন জানানো আমাদের কর্তব্য। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার প্রতি আমার শুধুই শ্রদ্ধা রয়েছে। মাঠ এবং মাঠের বাইরে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্যও একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।’

তবে এরকম কোনো কথাই নাকি বলেননি সদ্য অধিনায়কের পদ থেকে বাতিল হওয়া শাহিন। এমনকি তার সঙ্গে কথা না বলে ও তার অনুমতি না নিয়ে এরকম মনগড়া তথ্য প্রকাশ করাতে বেশ ক্ষুব্ধ হয়েছেন এই পেসার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, শাহিনকে যেভাবে অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে তাতে নাখোশ হয়েছেন তিনি। তার ওপর এই মিথ্যা বিবৃতির বিষয়টি জন্ম দিয়েছে নতুন নাটকের। সব মিলিয়ে রীতিমত রেগেছেন শাহিন। এমনকি এই বিষয়ের বিরুদ্ধে উল্টো আরেকটি বিবৃতি দিতে উদ্যত হয়েছিলেন তিনি। জরুরী ভিত্তিতে তাকে থামিয়েছে ক্রিকেট বোর্ড।

আজ (সোমবার) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে এই পুরো বিষয়ে বৈঠক হওয়ার কথা আছে তাঁর। আশা করা যায় শাহিনের সঙ্গে ব্যাপারটি ঠান্ডা মাথায় মিমাংসা করবে বোর্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :