আরও একবার হতাশ করলেন লিটন
এলেন-দেখলেন-চলে গেলেন। বলছিলাম সাগরিকা টেস্টে লিটনের কথা। ক্রিজে এলেন। প্রথম বল ডট। দ্বিতীয় বলে মারলেন চার। তৃতীয় বলেই সাজঘরে। গল্পটা শুরুর আগে একটু পেছনে ঘুরে আসা যাক। আগের ইনিংসে শূন্য, তার আগের ইনিংস ২৫।
এর আগে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। এতে জায়গা হারান তৃতীয় ওয়ানডের দল থেকে। নতুন বলে ব্যর্থতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকেরা। তবে ওয়ানডের পর টেস্ট সিরিজে আরও একবার লিটন দাসে আস্থা রাখেন। সেখানেও লিটন ব্যর্থ, ব্যাখ্যাতীত শট খেলে বিলিয়ে দিয়ে আসেন উইকেট। আবারও ব্যর্থ লিটন, আরও একবার।
আজ যখন উইকেটে আসলেন লিটন, তখন উইকেটে অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। গত টেস্টে যে বাংলাদেশের সর্বেোচ্চ রান সংগ্রাহক। সেই তাকে সঙ্গ দেওয়াটাই ছিল তার প্রধান কাজ। তবে সেই দায়িত্ব না নিয়েই উইকেট বিলিয়ে দিয়ে দলকে বিপদে ফেলে আসেন লিটন। ১৩০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। কেবল যে লিটন ভুল করেছেন তা নয়। বাকিরাও দায়িত্ব নেননি। বাংলাদেশ অলআউট হয়েছে ১৭৮ রানে।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৫ রান, দ্বিতীয় ইনিংসে করেন শূন্য। এতে তার একাদশে থাকা নিয়ে ফের শুরু হয় সমালোচনা। তবে টাইগার সহকারী কোচ নিক পোথাস ম্যাচ শুরুর আগে আস্থা রাখতে চান লিটনের ওপরেই। উল্টো বলেছিলেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার চাপেই নাকি এই অবস্থা লিটনের। বললেন মানুষের মতো আচরণ করতে।
এতে আগেই বোঝা গিয়েছিল চট্টগ্রাম টেস্টের একাদশেও দেখা মিলবে লিটনের। শেষ পর্যন্ত হয়েছেও তাই এবং ম্যানেজমেন্টকে সেখানে আরও একবার হতাশ করলেন এই ডানহাতি ব্যাটার।