পুরোপুরি ব্যর্থ হয়েছি, এক বাক্যে মেনে নিয়েছেন জাকির

পুরোপুরি ব্যর্থ হয়েছি, এক বাক্যে মেনে নিয়েছেন জাকির

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছে ৫৩১ রান। ব্যাট করেছে প্রায় দুই দিন। ইনিংসে সেঞ্চুরি না থাকলেও তিন জন ব্যাটার ছিলেন সেঞ্চুরির খুব কাছে। হাফ সেঞ্চুরি হয়েছে মোট ৬টি। সেঞ্চুরি না করে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে সফরকারীরা। অথচ এই একই উইকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের দৈন্যদশা।

জাকিরের ৫৪ রান ছাড়া সর্বোচ্চ ৩৩ রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। সব মিলিয়ে পুরো একটা দিনও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে গেছে মাত্র ১৭৮ রানে। যদিও শেষ বিকেলে বোলিংটা ভালোই করেছে বাংলাদেশ। ১০২ রানে তুলে নিয়েছে সফরকারীদের ৬ উইকেট। লঙ্কানরা এগিয়ে ৪৫৫ রানে। যেই রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কারো। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

সহজ কথায় বলতে গেলে প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের কারণেই হারের পথে বাংলাদেশ। যা মানছেন প্রথম ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান জাকির হাসানও।

ব্যাটাররা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান সহজ বাক্যে মেনে নিয়েছেন সেটি। বলেন, ‘আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। আমাদের যেই রোলটা দেওয়া হয়েছিল সেটাও আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে যেভাবে আমাদের খেলার কথা ছিল সেভাবে খেলতে পরিনি।’

আগের টেস্টেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। রান পাচ্ছে না কেউই। ব্যাটারদের ওপর তা চাপ বাড়াচ্ছে কিনা এমন প্রশ্নে জাকির বলেন, ‘আমি চেষ্টা করি প্রতিদিনই নতুন ভাবে শুরু করার। অন্য কারো পেছনের ইনিংসের প্রভাব পড়ে কিনা বলতে পারব না। তবে আমার কাছে মনে হয় অতসব চিন্তা না করে যদি বর্তমান নিয়েই চিন্তা করা যায়, আর সেটাই ভালো হবে।’

শেষ বিকেলে ১০২ রানে লঙ্কানদের ৬ উইকেট তুলেছে বাংলাদেশ। এরপরও ম্যাচ থেকে অনেকটা দূরে বাংলাদেশ। আর সেটি ব্যাটারদের ব্যর্থতার কারনেই। আর সে কারণেই জাকির মনে করিয়ে দিয়েছেন কেবল বোলাররা ভালো করলেই ম্যাচ জেতা যাবে না। স্কোরবোর্ডে লড়াই করার মতো রানটাও করে দিয়ে আসতে হবে ব্যাটারদের।

জাকির বলেন, ‘ম্যাচ জিততে গেলে শুধু বোলাররা ভালো বল করলেই হবে না। আমাদের সব সেক্টরেই ভালো করতে হবে। বোলিং, ফিল্ডিং আর ব্যাটিং তো সবচেয়ে গুরুপ্তপূর্ণই। আমরা যদি স্কোরবোর্ডে রান না দিতে পারি তবে কখনোই ডিফেন্ড করতে পারব না। ২০টা উইকেট নিতে হলেও কিন্তু ওই রকম একটা রান করতে হয়। যেটাই আমরা পারছি না। আমরা চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আমরা সেটা পারছি না।’

সম্পর্কিত খবর