ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে না খেলার আক্ষেপ মার্তিনেজের

ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে না খেলার আক্ষেপ মার্তিনেজের

জুনে দক্ষিণ আমিরাকার সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমিরাকার আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। সেই লক্ষ্যে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতিও সারছে আর্জেন্টিনা। কদিন আগেই খেলেছে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে। তবে আর্জেন্টিনা যখন এমন খর্বশক্তির দলের বিপক্ষে খেলছে তখন ব্রাজিল প্রস্তুতি সেরেছে ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচ খেলে। যা নিয়েই এবার আক্ষেপ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

সবশেষ ব্রাজিল-স্পেনের ম্যাচের পর থেকেই আর্জেন্টিনার ম্যাচের প্রতিপক্ষ নিয়ে হচ্ছে সমালোচনা। সবশেষ আর্জেন্টিনার প্রতিপক্ষ এল সালভাদর–কোস্টারিকার ফিফা র‌্যাংঙ্কিং যথাক্রমে (৮১) এবং (৫৪)। তাই তাদের বিপক্ষে এই জয় কতটা কাজে লাগবে কোপার প্রস্তুতিতে প্রশ্ন উঠেছে সেটি নিয়েও।

বিশ্বকাপের পর এখন পর্যন্ত তেমন শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিপক্ষেই ম্যাচ খেলেনি আর্জেন্টিনা। অন্যদিকে কোপায় অংশ নেওয়া চিলি ফ্রান্সের বিপক্ষে, ভেনেজুয়েলা ও ইকুয়েডর ইতালির বিপক্ষে আর কলম্বিয়া খেলেছে স্পেনের বিপক্ষে। অর্থাৎ কোপার আগে প্রস্তুতিটা ভালোই নিয়ে রেখেছে তারা। আর সেখানটাতে পিছিয়ে পড়ল কি-না এমন প্রশ্নও ছিল মার্তিনেজের কাছে।

আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা পর্ব শুরু করবে মেসিরা। তার আগে প্রস্তুতিতে ঘাটতি মানছেন না মার্তিনেজ। তবে মানছেন ইংল্যান্ড বা স্পেনের বিপক্ষে খেলতে পারলে ভালো হতো। মার্তিনেজ বলেন, ‘এল সালভাদরকে ছোট না করেই বলছি, বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো লাগত। ইউরোপে আমাদের ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের সঙ্গে খেলা প্রয়োজন ছিল। কিন্তু যাদের সঙ্গে খেলেছি তাদের বিপক্ষেও আমাদের সেরাটা দিয়েই খেলতে হয়েছে। এল সালভাদরের বিপক্ষে খেলাটা মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই। সব ম্যাচই আমাদের একইভাবে খেলতে হয়েছে।’

সম্পর্কিত খবর