চাহাল-বোল্টে কাহিল মুম্বাই, পুঁজি মাত্র ১২৫

চাহাল-বোল্টে কাহিল মুম্বাই, পুঁজি মাত্র ১২৫

আগের দুই ম্যাচের দুটিতেই হার হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের। এর মধ্যে সবশেষ ম্যাচে তো আবার তাদের বিপক্ষে আইপিএলের ইতিহাসের রেকর্ড ২৭৭ রান তুলেছিল সানরাজার্স হায়দ্রাবাদ। সব মিলিয়ে রোহিতের জায়গায় মুম্বাইয়ের অধিনায়ক হয়ে বেশ চাপেই আছেন পান্ডিয়া।

সেই চাপ এড়াতে একটা জয় বড্ড বেশি জরুরী হয়ে পড়েছিল তার জন্য। এমন পরিস্থিতিতে নিজেদের হোম ভেন্যু ওয়াংখেড়ে রাজস্থান রয়্যালের বিপক্ষে ব্যাটিংটা ভালো হলো না তার দল মুম্বাইয়ের। ১২৫ রানেই তাদের বেধে ফেলেছে সাঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালস।

আগের ম্যাচে ২৪৬ রান তুলেছিল মুম্বাই। ম্যাচ হারলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রশংসা কুড়িয়েছিল। তাই আশা করা হচ্ছিল নিজেদের মাটিতেও ব্যাটিংয়ে সেই ধারা অব্যাহত রাখবে মুম্বাই। ম্যাচ জয়ের জন্য বিশাল সংগ্রহ ছুড়ে দেবে রাজস্থানকে। তবে এদিন মুম্বাই ব্যাটারদের মধ্যে সেই অ্যাপ্রোচের দেখা মেলেনি কারোই মাঝেই।

অবশ্য রোহিত যখন ০ রানে সাজঘরের পথ ধরেন। এরপর পরের দুই ব্যাটারও একই হাল। অর্থাৎ ০ রানে সাজঘরে ফেরেন। তখন তা কাটিয়ে উঠে বড় সংগ্রহ দাঁড় করানো বেশ চ্যালেঞ্জিংই বটে। এরপরও মাঝে চেষ্টা চালিয়ে ছিলেন তিলক ভার্মা ও অধিনায়ক পান্ডিয়া। শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের আভাস মিলছিল তাদের ব্যাটে।

তবে শেষ পর্যন্ত তাদের থামতে হয়েছে রাজস্থান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে। পান্ডিয়া ২১ বলে ৩৪ করে ফিরলে, তিলক ফিরেন ৩২ করে। টপ অর্ডার ব্যাটারদের মতো লোয়ার অর্ডার ও টেলেন্ডাররা দায়িত্ব নিতে না পারলে শেষ দিকে স্কোরটা বাড়েনি খুব একটা। অলআউট হতে না হলেও তাদের থামতে হয়েছে মাত্র ৯ উইকেটে ১২৫ রানে। রাজস্থান বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। টেন্ট্র বোল্টের শিকার ২২ রানে ৩ উইকেট।

সম্পর্কিত খবর